ভাল স্বাস্থের ষাঁড় গরু তৈরী করতে এই খাদ্য তালিকা দেখুন

1751

গরু-2
ষাঁড় গরুর আদর্শ খাদ্য তালিকা সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। গরু পালনের ক্ষেত্রে ষাঁড় গরু পালন করে বেশি লাভবান হওয়া যায়। ষাঁড় গরু পালনে লাভবান হওয়ার জন্য খাদ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নেই ষাঁড় গরুর আদর্শ খাদ্য তালিকা সম্পর্কে-

ষাঁড় গরুর আদর্শ খাদ্য তালিকাঃ
গরুর লাইভ ওয়েটঃ ৩০০ কেজি।

ঘাস ও খড়ঃ

ঘাসঃ — ২০ কেজি –৩৫ মে.জুল
খড়ঃ — ৩ কেজি — ১৬ মে.জুল
——————————————-
মোটঃ ২৩ কেজি–৫১ মে.জুল

দানাদার খাদ্যঃ

ভুট্টাঃ ৪০০ গ্রাম ৪.৪ মে.জুল
চালের কুড়াঃ ৪০০ – ৫.৬
গমের ভুষিঃ ২০০ – ২.০
এংকরঃ ৪০০ – ৪.৬
সয়ামিলঃ ২০০ – ২.৬
সরিষা খৈলঃ ২০০ – ২.৪
মোলাসেসঃ ২০০ – ২.০
——————————————-
মোটঃ ২০০০ গ্রাম – ২৩.৬মে.জুল

অতিরিক্তঃ দানাদার খাবারে দৈনিক ১০ গ্রাম ভালো মানের ডিসিপি এবং ৫ গ্রাম খাবার সোডা যোগ করতে হবে। ঘাসের পরিমান কমলে আরো ১০ গ্রাম বাড়তি ডিসিপি এবং ১০ গ্রাম ভালো মানের ডিবি যোগ করতে হবে।

সতর্কতাঃ

গরুর ওজন প্রতি ৫০ কেজি কমের জন্য এনার্জি চাহিদা ৮ মেগাজুল এবং প্রোটিন চাহিদা ৭০ গ্রাম কমে যাবে এবং গরুর ওজন প্রতি ৫০ কেজি কমের জন্য টি এম আর থেকে ১৬% সব ধরণের খাবার কমিয়ে দিতে হবে। গরুর ওজন ৫০ কেজি বাড়লে ১৭% সব ধরণের বাড়তি খাবার যোগ করতে হবে। এই রেশন থেকে ঘাসের পরিমান ১ কেজি কমলে ১৫০ গ্রাম বাড়তি মিশ্রিত দানাদার এবং ১৫০ গ্রাম বাড়তি খড় যোগ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৮জানু২০২০