ভিটামিনের অভাব হলে গরুর যে সমস্যাগুলো দেখা দেয়

424

১। ভিটামিনের অভাব পরিলক্ষিত হলে গরুর শরীর দিন দিন শুকিয়ে যেতে থাকে। এর ফলে গরুর মাংস পেশিগুলো ধিরে ধিরে দুর্বল হয়ে পড়ে। গরুর শরীরে মাংস কমে গেলে গরু বিক্রির সময় গরুর মূল্য কমে যাবে ফলে এর মালিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

২। গরুর শরীরে ভিটামিনের অভাব দেখা দিলে গরুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুনে কমে যায়। এর ফলে খুব সহজেই গরু রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। গরুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে খুব দুর্বল জীবাণুতেও গরু রোগে আক্রান্ত হতে পারে। তাই গরুর ভিটামিনের অভাব হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩। গরুর শরীরে ভিটামিনের অভাব হলে গরুর চামড়া খসখসে হয়ে পড়ে এবং রুক্ষ দেখায়। এর ফলে বাইরে থেকে দেখতে গরুকে রোগা মনে হতে পারে। গরুর ত্বক ও চামড়া মসৃণ রাখার জন্য তাই গরুকে প্রয়োজন অনুসারে ভিটামিন জাতীয়

৪। দুধ উৎপাদনশীল কোন গাভীর শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিলে সেই গরুর দুধ উৎপাদন কমে যাবে। গাভীর দুধ উৎপাদন কমে যাওয়ার কারণে খামারিরা অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। তাই গাভীর দুধ উৎপাদন যাতে কমে না যায় সেজন্য গাভীকে প্রয়োজনীয় ভিটামিন প্রদান করতে হবে।

৫। কোন কারণে গরুর শরীরে ভিটামিনের ঘাটতি হলে গরু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। খুব বেশি পরিমাণ ভিটামিনের অভাব পরিলক্ষিত হলে গরু ঠিকভাবে চলাফেরা করতে পারে না। ফলে গরুর মালিককে পড়তে হয় ঝামেলায়।

ফার্মসএন্ডফার্মার/ ০৭সেপ্টেম্বর ২০২১