ভিন্ন পদ্ধতিতে নিম পাতা দিয়ে জৈব কীটনাশক তৈরি

525

নিম যে উপকারী তা আমরা সবাই জানি। নিমের পাতা, ফল, ছাল বা বাকল, নিমের তেল, বীজ এক কথায় নিমের সমস্ত অংশ ব্যবহার করা যায়। বিশ্বব্যাপী নিম গাছের পাতা, শিকড়, নিম ফল ও বাকল বিভিন্ন প্রকার ওষুধের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ফসলের পোকামাকড় দমনেও নিম এখন বাংলাদেশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমরা আজ নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি পদ্ধতি নিয়ে আলোচনা করব। নিম পাতার এই জৈব কীটনাশক ফসলের পোকা দমনে যেমন কার্যকারী তেমনি পরিবেশের জন্য নিরাপদ।

উপকরণ:

১) কাঁচা নিম পাতা পেস্ট ১৫০ গ্রাম।
২) ঠান্ডা পানি ১ লিটার। (নরমাল ফ্রিজের পানি)
৩) সাবান গুড়া/ ডিটারজেন্ট পাউডার ৫ গ্রাম।
অথবা দুই চা চামচ লিকুইড সাবান (স্যাম্পু/ হ্যান্ডওয়াস/ ডিসওয়াস)।

বালাইনাশক প্রস্তুত প্রণালী :

প্রথমে ১৫০ গ্রাম নিম পাতা শিল পাটায় অথবা মিক্সার মেশিনে ভালো করে থেঁতো/পেস্ট করে নিতে হবে। ১ লিটার ঠান্ডা পানিতে মাটির পাত্রে ঐ নিম পাতা পেস্ট ৪৮ ঘন্টা/ দুই দিন ভিজিয়ে রেখে ভালো করে চটকে নিতে হবে। একটি পাতলা কাপড় দিয়ে কয়েক বার ছেঁকে নিয়ে ঐ পানিতে ৫ গ্রাম ডিটারজেন্ট পউডার অথবা ২ চা চামচ লিকুইড সাবান ভালো করে মিশিয়ে ফেলতে হবে। যে কোন স্প্রেয়ারে ভরে ব্যবহার করতে হবে।
উক্ত মিশ্রনটি যে কোন পোকা ও ফল ছিদ্রকারী পোকা দমনে বিশেষ কার্যকারী। প্রয়োজনে ১০-১৫ দিন পর আবার ব্যবহার করুন।

বিঃদ্রঃ

১/ কীটনাশকটি সন্ধার পর গাছে প্রয়োগ করতে হবে।
২/ নিম পাতার তৈরি কীটনাশকটি সংরক্ষণ করা যাবে না।
৩/ কীটনাশক তৈরিতে মাটির পাত্র ব্যবহার করুন।
৪/ গাছের উপর ও নিচের পিঠ স্প্রে করে ভিজিয়ে দিতে হবে।

লেখকঃ মো: মাহফুজুর রহমান।

ফার্মসএন্ডফার্মার/৩১মে২০