ভুটার ঘুরে এলেন এসএমজি হেল্‌থ কোম্পানির সেরা ডিলারসহ ১৩ সদস্যের দল

402

Untitled-1

এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ৫ দিনের ভুটান ভ্রমণ শেষে গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন ১৩ সদস্যের একটি দল।

এ বছর ভুটান ভ্রমণ করতে যাওয়া ডিলাররা হলেন-গাজীপুর থেকে পোল্ট্রি প্লাস, টাঙ্গাইল ভুয়াপুর থেকে আরিফ মেডিসিন কর্ণার, টাঙ্গাইল সখীপুর থেকে সেবা পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন কর্ণার, কুড়িগ্রাম থেকে ভাই ভাই পোলিট্রি, গাইবান্ধা থেকে আশিক পোলট্রি এবং জামালপুর থেকে সরিষাবারি এন্টারপ্রাইজ।

এছাড়া আরো ছিলেন-এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ কোম্পানি লিমিটেডের সেলস ম্যানেজার রতন কুমার সাহা, এরিয়া ম্যানেজার মো. নুরুল ইসলাম, ফিল্ড ম্যানেজার মুসাদ্দিকুর রহমান, মার্কেটিং অফিসার বেনিয়াম, মো. মামুনুর রশিদ, মো. শহিদুল ইসলাম ও মো. নজরুল।

গত ১৪ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান এসএমজি এ্যানিম্যাল হেল্‌থ কো. লিমিটেডের ম্যানেজিং ডিরেকটর আলহাজ এসএম শফিকুল গনি।

প্রতিবছর সেরা সাফল্যের অধিকারী ডিলার ও কর্মচারীদের বিদেশ ভ্রমণের সুযোগ করে দেয়া হয়। এ সম্পর্কে কোম্পনির ম্যানেজিং ডিরেকটর আলহাজ এমএম শফিকুল গনি বলেন, “শুধু ব্যবসা নয়, সেইসাথে সাফল্যেরভিত্তিতে বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ করে দেয়াও আমাদের লক্ষ্য।”

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন