খলিলুর রহমান, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম ব্যাচের ৩৫ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ (৬ মার্চ) বিকাল ৪ টায় ইন্টার্নশীপ ফিডব্যাক অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষিবিদ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইন্টার্নশীপ ফিডব্যাক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর এম. এ. হালিম, পেডরোলা বাংলাদেশ লিমিটেড ও হালদা ফিশারিজের চেয়ারম্যান শিল্পপতি নাদের খান, ফিশ ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মো. শাহজাহান আলী, বেক্সিমকো ফিশারিজ লিমিটেড’র জেনারেল ম্যানেজার মো. কুতুব উদ্দিন, সী রিসোসের্স লিমিটেড’র অপারেশন ম্যানেজার মো. মনোয়ার পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দীন। মাৎস্যবিজ্ঞানে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশে প্রথমবারের মতো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তিন মাসের ইন্টার্নশীপ কর্মসূিচ চালু করেছে। একই সাথে একটি সমঝোতা চুক্তির আওতায় মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানো’তে বিনা খরচে এক মাসের হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত মালয়েশিয়ার ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে। এ ফিডব্যাক অনুষ্ঠানে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যেগুলোতে শিক্ষার্থীরা ইন্টার্নশীপ কার্যক্রম সম্পন্ন করেছে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়। ছাত্রছাত্রীরা ফিডব্যাক অনুষ্ঠানে দেশে-বিদেশে সম্পাদিত ইন্টার্নশীপ কার্যক্রম মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিনা খরচে বিদেশে ইন্টার্নশীপ করার সুযোগ পাচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার গঠনের সুযোগ পাচ্ছে। চূড়ান্ত পরীক্ষায় ছাত্রীদের ফলাফল ভালো উল্লেখ করে উপাচার্য বলেন, চাকরির ক্ষেত্রেও মেয়েদের ভালো ভূমিকা রাখা প্রয়োজন। সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইন্টার্নশীপ প্রথা খুবই ভালো লক্ষণ। ইন্টার্নশীপের মাধ্যমে তাত্ত্বিক বিষয়কে বুঝতে সহজ হয়। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে বিশেষজ্ঞ হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে নিজেদের যোগ্যতা প্রমাণে উত্তীর্ণ হতে হবে।
উল্লেখ্য, মাৎস্যবিজ্ঞান এ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অনুষদ হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়েই এই কারিগরী বিষয়ে ইন্টার্নশীপ প্রোগ্রামের সুযোগ না থাকায় শিক্ষা জীবন শেষ করে চাকুির জীবনে মাঠ পর্যায়ে কাজ করতে ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে। এ উপলব্ধি থেকেই চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সর্বপ্রথম মাৎস্যবিজ্ঞান বিষয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ২০১৬ সাল থেকে স্নাতক পর্যায়ে ৩ মাসের ইন্টার্নশীপ কর্মসূিচ চালু করেছে।