ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠান মঙ্গলবার

770

ctg_33084

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ (অরিয়েন্টেশন) অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগামীকাল মঙ্গলবার ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে ‘সমারম্ভ বক্তা’ হিসেবে উপস্থিত থাকবেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান, ফুড সায়েন্স এ-টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর এম.এ. হালিম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ।

উল্লেখ্য, সিভাসু’তে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারে সর্বমোট ২৪৫ জন ছাত্রছাত্রী ভর্তি করানো হয়। এর মধ্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদে ভর্তি করানো হয় ১০০ জন, ফুড সায়েন্সস এ টেকনোলজি অনুষদে ৮০ জন এবং ফিশারিজ অনুষদে ৬৫ জন ছাত্রছাত্রী ভর্তি করানো হয়।

সোমবার ১ জানুয়ারি ১৮ সিভাসু’তে ভর্তিকৃত নবীন এ শিক্ষার্থীদের স্ব স্ব ফ্যাকাল্টি অরিয়েন্টেশন সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক খলিলুর রহমান (জনসংযোগ ও প্রটোকল) এ তথ্য নিশ্চিত করছেন।

জীবনযাত্রার ব্যয় ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে প্রতিবেদন ২০১৭

পোল্ট্রি, ডেইরি ও মৎস্য ফিডে হারবাল পণ্যের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে অভীষ্ট লক্ষে পৌঁছানো সম্ভব: শাইখ সিরাজ

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন