প্রজনন তথ্যঃ
ভেড়া সাধারণত ৬-১২ মাস বয়সে প্রথম বাচ্চা ধারণ করে।
ভেড়ার ঋতুচক্র ১৩-১৯ বা গড়ে ১৭ দিনে সম্পন্ন হয়।
ভেড়ার হিট পিরিয়ড ২৪-৩৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকে।
ভেড়ার গর্ভাধারণকাল ১৪৫-১৫০ দিন ।
পাল দেওয়ানোর নিয়ম
ভেড়া ডাকে আসার ১২ ঘণ্টা পর এবং ১৮ ঘণ্টা পার হওয়ার আগে পাল দেওয়াতে হবে। ১৮ ঘণ্টা পর পাল দিলে গর্ভধারণের সম্ভাবনা কম থাকে।
কোনো ভেড়া রাতে ডাকে আসলে সেটাকে পরদিন সকালে একবার এবং আরও নিশ্চিত হওয়ার জন্য ওইদিন বিকালের মধ্যে আরেকবার পাল দেওয়াতে হবে।
সকালে ডাকে এসেছে মনে হলে সেটাকে ওইদিন বিকালে ও পরদিন সকালে আরেকবার পাল দেওয়ানো ভালো।
এ নিয়ম মেনে চললে ভেড়ার প্রজনন ব্যবস্থাপনার ত্রুটি অনেকাংশে কমানো যায় এবং গর্ভধারণের সম্ভাবনাও অনেক বেশি থাকে।
সুস্থ এবং যে পাঁঠাকে সপ্তাহে তিন দিনের বেশি পাল দেওয়ার জন্য ব্যবহার করা হয় না এমন পাঁঠার কাছে পাল দেওয়ার জন্য নিতে হবে।
ফার্মসএন্ডফার্মার/২৬নভেম্বর২০২০