ভোলার বোরহানউদ্দিনে মৎস্যমেলা শুরু

336

মাছমেলা

ভোলা থেকে: জেলার বোরহানউদ্দিন উপজেলায় দিনব্যাপী মৎস্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে মেলার আয়োজন করে। মেলায় ১২ স্টলে নদী, সাগর, পুকুর ও খালা-বিলের ৩৫ প্রজাতির মাছ স্থান পায়। এখানে মৎস্য প্রদর্শনের পাশাপাশি বিক্রি চলছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমূস ছালেহিন বলেন, মৎস্য মেলায় মাছ বিক্রেতা ও ক্রেতাদের ভালো সারা পাওয়া গেছে। মেলায় ইলিশ উঠেছে একটি ২ কেজি ২০০ গ্রাম ওজনের। নদীর চিতল মাছ উঠেছে ১টি ১৬ কেজি ওজনের, অন্যটি ১২ কেজি। কাতল মাছ একটি সাড়ে ১৪ কেজি ও অন্যটি ১২ কেজির। এছাড়া পাঙ্গাস, আইড়, বোয়াল, রুই, মৃগেল, শোল মাছের ব্যাপক সমাগম হয়েছে। সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে বলে জানান তিনি।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন