ভোলায় ক্ষতি পোষাতে আগাম চিচিঙ্গার চাষ

1595

চিচিংগা-চাষ

ভোলায় অসময়ের হঠাৎ বৃষ্টির কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে আগাম চিচিঙ্গা আবাদ করেছেন কৃষকরা।

আগাম বাজার ধরার আশায় ভোলা সদর, দৌলতখান, চরফ্যাশন, মনপুরাসহ জেলার মেঘনা-তেতুলিয়া নদী তীরের বিস্তীর্ণ চরে খরিফ মৌসুম শুরুর আগেই ব্যাপকহারে চিচিঙ্গার চাষ করেছেন কৃষকরা।

গতবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছিলেন তারা। তাই এবার লাভের আশায় আরো বেশি জমিতে চিচিঙ্গা চাষ করেছেন তারা। কিন্তু এবার তাপমাত্রার তারতম্য ও পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক ব্যবহার করার কারণে ফলন কম হয়েছে বলে মনে করছেন কৃষকেরা। তাই লাভের বদলে লোকসান গুণতে হতে পারে।

আবহাওয়ার কারণে ফলন কম হওয়ার বিষয়টি স্বীকার করে জেলা কৃষি কর্মকর্তা জানান, মার্চের পর থেকে ফলন ভালো হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৬৭৫ হেক্টর জমিতে চিচিঙ্গা আবাদ করা হয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন