ভ্যাকসিন নিয়ে কিছু জরুরি কথা, যা সব খামারীদের জানা উচিৎ

393

ভ্যাকসিন কখন করবেন?
সাধারনত দিনের যে সময় তাপমাত্রা কম থাকে ( যেমনঃ ভোরবেলা, সন্ধ্যা বা রাতে ) তখন ভ্যাকসিন করা উচিত।

ভ্যাকসিন কিভাবে বহন করবেন?
অবশ্যই ফ্লাক্সের ভিতর বরফের টুকরো দিয়ে ভ্যাকসিন করা উচিত। পলিথিনে ভ্যাকসিন বহন করলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

ভ্যাকসিন কোন মুরগীকে করবেন?
অবশ্যই সুস্থ্য মুরগীকে ভ্যাকসিন করবেন। অসুস্থ্য, দূর্বল মুরগীকে কোনভাবেই ভ্যাকসিন করা যাবে না।

কিভাবে ভ্যাকসিন করবেন?
। ভ্যাকসিন করার ২-৪ ঘন্টা পূর্বে খাবার পানি সরাবরাহ করা বন্ধ রাখুন। এতে ভ্যাকসিন পানি দিলে মুরগী দ্রুত ভ্যাকসিন খেয়ে ফেলবে। খেয়াল রাখতে হবে মুরগী যেন ৩০ মিনিটের মধ্যে ভ্যাকসিনের পানি খেয়ে ফেলে।

। ভ্যাকসিনের সময় পানির পাত্র বাড়িয়ে দিতে হবে।

। বেশী পানিতে ভ্যাকসিন মেশাবেন না। ৩০ মিনিটে যতটুকু পানি খায় ঠিক তত লিটার পানিতে ভ্যাকসিন মেশাবেন।

। পুরো পানিতে একবারে ভ্যাকসিন না মিশিয়ে ডাইলুয়েন্ট (Diluent) ব্যবহার করুন। এতো পানিতে ভ্যাকসিন সমভাবে দ্রবীভুত হবে

। ভ্যাকসিন পানির পাত্র গুলো একই সময়ে দিতে হবে। এতো করে পানি খাবার জন্য প্রতিযোগীতা হবে না।

। পানিতে ভ্যাকসিন ব্যবহার করলে অবশ্যই ১০% বেশী ডোজ ব্যবহার করতে হবে। যেমন ২০০০ মুরগীর জন্য ২২০০ ডোজের ভ্যাকসিন ব্যবহার করতে হবে।

। প্রতি লিটার ভ্যাকসিনের পানিতে ৩-৫ গ্রাম পাউডার দুধ (ননীমুক্ত) মিশিয়ে দিতে হবে।

। পানিতে জীবানুনাশক (ক্লোরিন) বা অ্যন্টিবায়োটিক ব্যবহার করলে ভ্যাকসিনের আগের দিন, ভ্যাকসিনের দিন ও ভ্যাকসিনের পরের দিন অ্যন্টিবায়োটিক ও জীবানুনাশক ব্যবহার করা থেকে বিরত থাকুন।

। ভ্যাকসিনের আগের ও পরের পানিতে ভিটামিন এ,ডি,ই ব্যবহার করতে পারেন।

। ভ্যাকসিন করার পর ব্যবহৃত ভ্যাকসিনের ভায়াল মাটিতে গভীর গর্ত করে পুতে ফেলতে হবে না হয় আগুনে পুড়ে ফেলতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৩ সেপ্টেম্বর২০