দেশের ৬ জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ (২ মাস) ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গত ১ মার্চ থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ/ এ সংক্রান্ত আদেশ জারি করে মন্ত্রণালয়। এ বিষয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাটকা সংরক্ষণে গত (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬টি জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।’
২ মাস সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।
ফার্মসএন্ডফার্মার/১৫মার্চ২০২১