মরিচে পোকার আক্রমনে জৈব বালাইনাশকের ব্যবহার

1133

মরিচে পোকা

মরিচে নানা ধরনের পোকার আক্রমন হয় বলে উৎপাদন ভাল হয় না। তাই পোকামাকড় দমনে বালাইনাশক ব্যবহার করতে হবে।

সাদা মাছিঃ
⦁ প্রতি ১ লিটার পানিতে ৫ গ্রাম হারে কাপড় কাঁচা সাবান মিশিয়ে স্প্রে করতে হবে।
⦁ হলুদ রংয়ের আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে।
⦁ প্রতি ১ লিটার পানিতে ১ মিলি হারে “ইকোম্যাক” ও ১ মিলি হারে “কেমাইট” মিশিয়ে ১ সপ্তাহ অন্তর গাছের পাতার নিচের অংশ ভালোভাবে ভিজিয়ে পর্যায়ক্রমে স্প্রে করতে হবে।

মাকড়ঃ
⦁ আক্রমণের শুরুতে হাত দিয়ে আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংশ করতে হবে।
⦁ প্রতি ১ লিটার পানিতে ১ মিলি হারে “ইকোম্যাক” ও ১ মিলি হারে “কেমাইট” মিশিয়ে ১ সপ্তাহ অন্তর গাছের পাতার নিচের অংশ ভালোভাবে ভিজিয়ে পর্যায়ক্রমে স্প্রে করতে হবে।

জাব পোকাঃ
⦁ আক্রমণের শুরুতে হাত দিয়ে পোকা সংগ্রহ করে ধ্বংশ করতে হবে।
⦁ জমিতে বন্ধু পোকা লেডি বার্ড বিটলের পূর্নাঙ্গ পোকা ও কীড়া সংরক্ষণ করতে হবে ।
⦁ প্রতি ১ লিটার পানিতে ১ মিলি হারে “ইকোম্যাক” ও ১ মিলি হারে “কেমাইট” মিশিয়ে ১ সপ্তাহ অন্তর গাছের পাতার নিচের অংশ ভালোভাবে ভিজিয়ে পর্যায়ক্রমে স্প্রে করতে হবে।

থ্রিপসঃ
⦁ এ পোকার আক্রমণ বাহির হতে বোঝা যায় না বিধায় ক্ষতির সমূহ সম্ভাবনা থাকে। সুতরাং মাঝে মাঝে ক্ষেত পরিদর্শন করে ফসলের অবস্থা দেখে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে।
⦁ সাদা রংয়ের আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে।
⦁ জমিতে বন্ধু পোকা মাকড়সা সংরক্ষণ করতে হবে ।
⦁ প্রতি ১ লিটার পানিতে ১ মিলি হারে “ইকোম্যাক” ও ১.৫ মিলি হারে “বায়োট্রিন” ১ সপ্তাহ অন্তর গাছের পাতার নিচের অংশ ভালোভাবে ভিজিয়ে পর্যায়ক্রমে স্প্রে করতে হবে।

ফল ছিদ্রকারী পোকাঃ
⦁ জমি থেকে ডিম ও কীড়া সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে।
⦁ জমিতে বন্ধু পোকা “ট্রাইকোগ্রামা” সংরক্ষণ করতে হবে।
⦁ প্রতি বিঘায় ০৬ টি হারে সেক্স ফেরোমন ফাঁদ “স্পোডো-লিউর” ব্যবহার করতে হবে।
⦁ প্রতি ১ লিটার পানিতে ০.২ গ্রাম হারে “স্পোডো-এনপিভি” মিশিয়ে ১ সপ্তাহ অন্তর গাছের পাতার নিচের অংশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ