মহিষের জন্য দানাদার খাদ্যের সংমিশ্রণ তালিকা

2040

মহিষের জন্য দানাদার খাদ্যের সংমিশ্রণ তালিকাঃ
ধানের গুড়া ৫০%
গম/ভূট্টা ভাংগা ৩০%
সরিষার খৈল ২০%

মোট ১০০%
এছাড়া প্রতি ১০০ কেজি লাইভওয়েটের মহিষের জন্য ৭৫০ গ্রাম দানাদার খাদ্য দিলেই চলে। তবে মহিষ প্রচুর পরিমাণে লতাপাতা,ঘাস ইত্যাদি খেতে অভ্যস্ত। এদের পাকস্থলীতেও খাদ্য ধীরে ধীরে হজম হয় এবং এরা যে কোন সবুজ লতাপাতা ঝোপ-ঝাড় ও সহজে হজম করে ফেলতে পারে অনায়াসেই। তাই একটা মহিষকে তার প্রতি ১০০ কেজি লাইভওয়েটের জন্য ১২-১৫ কেজি সবুজ ঘাস বা লতাগুল্ম সরবরাহ করতে হয়। আর কিছুটা খড়ও দিলে ভালো। প্রচুর আঁশযুক্ত খাবার মহিষ খায় বলে যে কোন দানাদার খাদ্যও সে ভালোভাবে হজম করে ফেলতে পারে।

ফার্মসএন্ডফার্মার/১৪সেপ্টেম্বর২০