মাগুরায় খরা সহিষ্ণু বিনা-১৯ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

303

মাঠ-দিবস

মাগুরা : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও খরা সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের ধান বীনা-১৯ এর সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামরুজ্জামান মাঠ দিবসে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বীনা মাগুরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা রানী ঘোষ-এর সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতীম সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদ রেজাসহ অন্যরা।

মাঠ দিবসে জানানো হয়, বিনা-১৯ জাতের ধান একদিকে যেমন খরা সহিষ্ণু, অন্যদিকে রোগ ও পোকা মাকড় বিশেষ করে বাদামী গাছ ফড়িং প্রতিরোধী। এছাড়া এটির জীবনকাল মাত্র ৯৫ থেকে ১০০ দিন হওয়ায় আউশ ও আমন মৌসুমের জন্যে এটি খুবই উপযোগী ধান। পাশাপাশি হেক্টরপ্রতি ৫ টন ফলন ও এই ধানের চাল সরু ও সুশ্বাদু হওয়ায় এটি কৃষক ও ভোক্তাদের জন্য উপযোগী একটি জাত। এ কারণে তিন ফসলি জমির ক্ষেত্রে এটি একটি উৎকৃষ্ট জাতের ধান।

মাঠ দিবসে আরও জানানো হয়-এই ধান বপন পদ্ধতিতে চাষ করা যায় বিধায় সেচের প্রয়োজন কম হয়। এছাড়া এটি ক্ষরা সহিষ্ণু।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন