মাগুরায় তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু

314

কৃষিমেলা

মাগুরা : জেলার নোমানী ময়দানে মঙ্গলবার শুরু শুরু হয়েছে ৩ দিনব্যাপি কৃষিমেলা।

‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের’ অর্থায়নে মাগুরা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির প্রকল্প পরিচালক রুহল কবির, প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহল আমিন।

মেলায় ২০টি স্টলে কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এমএস