মাগুরায় বঙ্গবন্ধুর স্মরণে ১ হাজার ৯৭৫টি গাছের চারা রোপণ

450

মাগুরায় বঙ্গবন্ধুর স্মরণে ১ হাজার ৯৭৫টি গাছের চারা রোপণ

মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১ হাজার ৯৭৫টি গাছের চারা লাগিয়েছে জেলা আওয়ামী যুবলীগ।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার প্রতিটি ইউনিয়ন কমিটিসহ সংগঠনের ৪২টি ইউনিট কমিটি নিজ নিজ এলাকায় একযোগে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।

জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান বৃক্ষরোপন কর্মসূচী সম্পর্কে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ১ হাজার ৯৭৫ টি গাছের চারা রোপণ করার মাধ্যমে আমরা তাঁকে স্মরণ করব। সংগঠনের পক্ষ থেকে এ গাছগুলি পরিচর্যা করা হবে।’

ফজলুর রহমান জানান, এ ধরণের সৃজনশীল উদ্যোগে তাদের সহায়তা করছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।শহরের স্টেডিয়াপাড়া এলাকায় আওয়ামী যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহবায়ক আলী আহম্মদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিন প্রমুখ।

ফার্মসএন্ডফার্মার২৪/জেেএইচ