মাগুরায় ৭ দিনব্যাপী বৃক্ষমেলার শুরু

302

বৃক্ষমেলা

মাগুরা থেকে: মাগুরায় রবিবার থেকে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি।

জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাগুরা কালেকটরেট চত্বরে এ মেলা শুরু হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুন্সি রেজাউল হক প্রমুখ।

৭ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন কৃষি প্রতিষ্ঠান ও নার্সারীর ৩০টি স্টল বসেছে। সেখান কৃষি অফিসের স্টলগুলো থেকে কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য দেয়ার পাশাপাশি সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন