মাছি পোকা থেকে আম রক্ষা করবেন যেভাবে

688

আমের মাছি পোকা

লক্ষণ:
স্ত্রী পোকা অভিপজিটর দ্বারা আম পাকার ৩০ দিন পূর্বে আমের ভিতরে ডিম পাড়ে।
ডিম ফুটে কীড়া বা ম্যাগট বের হয় এবং আমের ভিতর বড় হতে থাকে।
পাকা আম কাটলে ভিতরে কীড়া থাকে, খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে।
ফল বিকৃত হয়, পচে যায়, স্থান্তর ও গুদাম জাত করা যায় না।

প্রতিকার

বাগান ও গাছ পরিস্কার পরিছন্ন রাখা,বৎসরে দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
বর্ষা মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয়, মৃত, অর্ধমৃত ডালপালা ছাঁটাই করে আলো
বাতাস চলাচলের ব্যবস্থা করা।আক্রান্ত অংশ পোকাসহ সংগ্রহ করে পুতে ফেলা।
বিষটোপ ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ মথ নষ্ট করা।
আক্রান্ত ফল সংগ্রহ করে পুতে ফেলা,পাকা ফল দ্রুত সংগ্রহ করা।
ফল আহোরনের পর বাগানের মাটি গভীর চাষ দিয়ে পুত্তলি নষ্ট করা।
বিষটোপ = পাকা ফল+কার্বারিল৮৫ ডব্লিউপি = (১০০+১) গ্রাম মিশে তৈরি করা।
প্রোফেনোফস ৪২৫ইসি (সবিক্রন)=২ মিঃলিঃ/লিটার পানি মিশে স্প্রে করা।

ফার্মসএন্ডফার্মার/১৩এপ্রিল২০