মাছের দাম বেশি হওয়ায় ব্রয়লার মুরগি কিনছেন ক্রেতারা!

243

সপ্তাহের ব্যবধানে রাজধানীসহ দেশের সব জায়গায় বেড়েছে সব ধরনের মাছের দাম। এমতাবস্থায় মাছের তুলনায় ব্রয়লার মুরগি সস্তা হওয়ায় ব্রয়লার ক্রয়ে ঝুঁকছেন ক্রেতারা।

দেশের বিভিন্ন বাজারে মলা মাছ ১৯০ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ২১০ টাকা, আইড় ১ হাজার ১৫০টাকা থেকে ১ হাজার ২০০টাকা, শোল ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা, নওলা ১৬০ টাকা থেকে ১৯০ টাকা, কার্প ১৭০ টাকা থেকে ২১০ টাকা, বোয়াল ৯৫০ টাকা থেকে এক হাজার টাকা, পুঁটি ৭০টাকা থেকে ৮০ টাকা, শিং ২৮০ টাকা থেকে ৩০০ টাকা, রয়না ৬০০ টাকা থেকে ৬২০ টাকা, বাইম ৭২০ টাকা থেকে ৮০০ টাকা, টাটকিনি ২৫০ টাকা থেকে ২৬০ টাকা।

বাজারে ইলিশের দাম অনেকটা আকাশ ছোয়া। এক কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ টাকা বিক্রি হচ্ছে। ৮০০ থেকে সাড়ে ৯০০ গ্রাম সাইজের ইলিশের কেজি ১ হাজার ২০০ টাকা। রুই আকার ভেদে ২০০ থেকে ৩২০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, কাতল আকার ভেদে ১৮০ থেকে সাড়ে তিনশ টাকা, পাবদা ৩৫০ টাকা, চাষের শিং ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের তুলনায় ব্রয়লার মুরগির দাম কম তাই ব্রয়লার মুরগির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তারা বলছেন, এক কেজি পাঙ্গাস মাছ কিনতে গেলেও ১৮০ থেকে ২০০ টাকা লাগে সেখানে ১ কেজি ব্রয়লার মুরগি ১৬৫-১৭০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে করে অনেক ক্রেতা মাছ না কিনে মুরগি কিনছে।

এদিকে রাজধানীসহ সারাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে গড়ে ১৬৫-১৭৫ টাকা দরে। এছাড়াও পাকিস্তানি (সোনালি) মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এই দামে মুরগি বিক্রি হয়েছে। তবে পাইকারী বাজারে ন্যায্যদাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন প্রান্তিক খামারিরা।

সাভার গেন্ডা বাজারে মাছ কিনতে আসা এক গার্মেন্ট শ্রমিক বলেন, রুই মাছ কিনতে আসছিলাম। কিন্তু ২৫০ টাকা কেজির নিচে দিচ্ছে না। তাই মাছ না কিনে দেড় কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি কিনলাম। যেভাবে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে ব্রয়লার মুরগিও সাধ্যের বাইরে চলে যাবে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নাখালপাড়ায় মাছ কিনতে আসা এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জানান, ছোট মাছ কিনতে আসছিলাম কিন্তু দাম করার সাহস পেলাম না। গরীবের মাছ বলে খায়ত তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দামও প্রায় ২০০ টাকা ছুই ছুই। ব্রয়লার মুরগির দাম সে তুলনায় এখনো সহনীয় পর্যায়ে আছে। তাই ব্রয়লার মুরগি কিনে বাসা ফিরব বলেও তিনি জানান।

ফার্মসএন্ডফার্মার/০৬জুন ২০২২