মাছের রেনুর সংকটময় সময়ে করণীয়

1358

পুকুরে-কৈ-মাছের-চাষ

মাছের রেনুর সংকটময় সময়ে করণীয় সম্পর্কে অনেক মাছ চাষিরই জানা নেই। মাছ চাষে লাভবান হওয়ার ক্ষেত্রে রেনু পোনার যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে রেনু পোনার সংকটময় সময় এর যত্ন নেওয়া জরুরী। আসুন জেনে মাছের রেনুর সংকটময় সময়ে করণীয় সম্পর্কে-

মাছের রেনুর সংকটময় সময়ে করণীয়ঃ
রেনু পোনার সবচেয়ে সংকটময় সময় হল ভোরের আলো ফুটার সময় থেকে সূর্য্য কিরণ পুকুরে পড়ার আগ পর্যন্ত। বিশেষ করে যেদিন মেঘলা আকাশ থাকে। ঐ সময় পোনা অস্থির হয়ে উঠে এবং উপরে ভেসে উঠে মাথা চক্কর দিয়ে মরে যেতে থাকে আর নিচে ঢুবে যায় ।

আর এটি হয় তীব্র অক্সিজেন সংকটের কারণে । এ সময় দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে অনেক বড় ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। সুতরাং ভোরে অবশ্যই পুকুরে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংকটময় সময়ে করণীয়ঃ

১। বাঁশ অথবা বড় পাতিল দিয়ে পুকুরে ঢেউয়ের সৃষ্টি করুন।

২। দ্রুত গুড়া অক্সিজেন গুলিয়ে প্রয়োগ করতে হবে ।

৩। সেলাইন গুলিয়ে প্রয়োগ করতে হবে।

৪। পাম্প ছেড়ে পুকুরে পানি এমন করে ফেলতে হবে যাতে সমস্ত পুকুরে ঢেউ তৈরি হয়।

৫। অস্থির বা হতাশ না হয়ে কাজ চালিয়ে যেতে হবে এবং সূর্য্য উদয়ের অপেক্ষা করতে হবে। আশা করা যায় এমন সমস্যা খুব দ্রুত কাটিয়ে উঠবে।

ফার্মসএন্ডফার্মার/২৮ফেব্রু২০