মাছ চাষের পুকুর পরিষ্কারের সময় যা খেয়াল করা জরুরী

530


মাছ চাষের পুকুর পরিষ্কারের সময় যা খেয়াল করা জরুরী তা আমরা অনেকেই জানি না। মাছের চাষ আমাদের দেশে একটি জনপ্রিয় পেশা। মাছের চাষ করে আমাদের দেশের অনেকেই তাদের জিবিকা নির্বাহ করে থাকেন। এখন আর আগের মতো প্রাকৃতিক উৎসগুলোতে মাছ পাওয়া যায় না। তাই দিন দিন মানুষ মাছ চাষের দিকে ঝুঁকছেন। আর মাছ চাষের জন্য তারা বাড়ির আশপাশের পুকুরকেই বেছে নিচ্ছেন। মাছ চাষ করার সময় কিংবা মাছ চাষের মধ্যবর্তী সময়ে অনেক সময় পুকুর পরিষ্কার করার প্রয়োজন পড়ে। মাছ চাষের পুকুর পরিষ্কার করার সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। আজকে তাহলে জেনে নিব মাছ চাষের পুকুর পরিষ্কার করার সময় যা খেয়াল করা জরুরী সেই সম্পর্কে-

মাছ চাষের পুকুর পরিষ্কার করার সময় যা খেয়াল করা জরুরীঃ
১। মাছ চাষের পুকুর পরিষ্কার করার সময় সবার আগে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হল যে পুকুরটি পরিষ্কার করা হবে সেই পুকুরে কোন মাছ আছে কিনা। পুকুরে যদি মাছ থেকে থাকে তাহলে পরিষ্কার করার সময় যাতে মাছ কোনভাবেই আঘাত না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার করার সময় মাছ আঘাত পেলে সেখান থেকে মাছের রোগ হতে পারে কিংবা মাছ মারা পর্যন্ত যেতে পারে। তাই মাছের পুকুর অতি সাবধানে পরিষ্কার করতে হবে।

২। মাছ চাষের পুকুর এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে পুকুরে থাকা মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হয়ে না যায়। মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট হয়ে গেলে পুকুরে মাছের খাদ্য সংকট দেখা দিতে পারে। সেজন্য পুকুর পরিষ্কার করার সময় এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনভাবেই মাছের প্রাকৃতিক খাদ্য উপাদানগুলোর কোন ক্ষতি না হয়।

৩। মাছের পুকুর পরিষ্কারের সময় পুকুরে থাকা পচনশীল খাদ্যগুলোকে তুলে ফেলতে হবে। মাছ চাষ করা পুকুরে কোন প্রকার পচনশীল খাদ্য থাকলে পুকুরে ক্ষতিকারক গ্যাসের সৃষ্টি হতে পারে। আর পুকুরে ক্ষতিকারক গ্যাস সৃষ্টি হলে অনেক সময় মাছ মারা পর্যন্ত যেতে পারে। তাই পুকুর পরিষ্কার করার সময় অবশ্যই খেয়াল করে পচনশীল খাদ্য তুলে ফেলতে হবে।

৪। পুকুর পরিষ্কারের সময় পুকুরের পাড়ে যদি কোন বড় গাছ থাকে তাহলে সেই গাছকে কেটে ফেলতে হবে। পুকুর পাড়ের গাছ বড় হলে সেই গাছের পাতা পুকুরে পড়ে পুকুরের পরিবেশ নষ্ট করতে পারে। এছাড়াও পুকুরের পাড়ে বড় কোন গাছ থাকলে তা পুকুরে রোদ আসার বাঁধা দিতে পারে। তাই যথাসম্ভব পুকুর পাড়ের বড় গাছগুলোকে কেটে ফেলতে হবে।

৫। মাছ চাষের পুকুর পরিষ্কার করার সময় খেয়াল করতে হবে পুকুরের কোন অংশের পাড় ভাঙা আছে কিনা। যদি পুকুরের কোন অংশে ভাঙা থাকে তা যত তারাতারি সম্ভব মেরামত করতে হবে। কারণ পুকুরের পাড় ভাঙা থাকলে সেখান দিয়ে মাছ বের হয়ে যেতে পারে কিংবা বাইরের পানি পুকুরে প্রবেশ করতে পারে।

ফার্মসএন্ডফার্মার/০৩এপ্রিল২০