মাছ চাষে কম খরচে অধিক লাভবান হওয়ার সহজ উপায়

30

কম খরচে বাম্পার লাভের কারণে গ্রামাঞ্চলে মাছ চাষের ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ এলাকায় নতুন প্রযুক্তির আগমনে মাছ চাষীদের আয় বেড়েছে বহুগুণ। এ এলাকায় নতুন প্রযুক্তির আগমনে মাছ চাষীদের আয় বেড়েছে বহুগুণ। এ পর্বে গ্রামবাসীরা মিশ্র চাষ করে ভালো লাভ করছে।

মিশ্র মাছ চাষের আওতায় কৃষকরা একটি পুকুরে অনেক ধরনের মাছ রাখে। পুকুরে এসব মাছের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই পুকুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে মাছের কোনো ক্ষতি না হয়। এছাড়া পুকুরে বহিরাগত মাছের প্রবেশ ঠেকাতেও বিশেষ যত্ন নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, কাতলা, রোহু ও মৃগাল এবং বিদেশী কার্প মাছ যেমন সিলভার কার্প, গ্রাস কার্প এবং কমন কার্প একত্রে পালন করে চাষীরা ভালো লাভ করতে পারেন। তবে এ সময় খেয়াল রাখতে হবে পুকুরের পানি যেন সম্পূর্ণ ক্ষারীয় হয়।

এছাড়াও, এর পিএইট ৭.৫ এবং ৮ হওয়া উচিত। মিশ্র মাছ চাষের মাধ্যমে একটি পুকুরে বছরে দুবার উৎপাদন করা যায়। ১ একরে মাছ চাষের মাধ্যমে ১৬ থেকে ২০ বছর পর্যন্ত উৎপাদন পাওয়া যায়। এতে প্রতি বছর ৫ থেকে ৮ লাখ টাকা আয় করতে পারে।