মাছ চাষে লাভবান হওয়ার জন্য পুকুর প্রস্তুতিতে যা করা জরুরী

621

মাছ চাষে লাভবান হওয়ার জন্য পুকুর প্রস্তুতিতে যা করা জরুরী তা মাছ চাষিদের ভালোভাবে জেনে রাখা দরকার। মাছের চাহিদা পূরণে অনেকেই তাদের পুকুরে মাছ চাষ করে থাকেন। আবার কেউ কেউ বাণিজ্যিকভাবে তাদের পুকুরে মাছ চাষ করে থাকেন। মাছ চাষে লাভবান হওয়ার জন্য পুকুর প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জেনে নিব মাছ চাষে লাভবান হওয়ার জন্য পুকুর প্রস্তুতিতে যা করা জরুরী সেই সম্পর্কে-

মাছ চাষে লাভবান হওয়ার জন্য পুকুর প্রস্তুতিতে যা করা জরুরীঃ
১। পুকুর প্রস্তুত করার সময় পুকুরে থাকা অপ্রয়োজনীয় জলজ আগাছা ও ঝোপ-ঝাড় কেটে দিয়ে পুকুরের চারপাশ পরিষ্কার করতে হবে। তা না হলে পুকুরের পরিবেশ দ্রুত নষ্ট হয়ে যাবে যা মাছ চাষের জন্য বেশ হুমকির।

২। পুকুরের তলদেশে অত্যধিক পরিমাণে কাঁদা জমে থাকলে সেগুলোকে পুকুর থেকে সরিয়ে ফেলতে হবে। তা না হলে পুকুরের তলদেশের কাঁদা থেকে গ্যাসের সৃষ্টি হয়ে মাছের রোগ থেকে শুরু করে মাছ মারাও যেতে পারে।

৩। পুকুর প্রস্তুতিতে সবার আগে যে কাজটি করতে হয় সেটি হল পুকুরের পাড় বা তলা ঠিকভাবে মেরামত করা। পুকুরে মাছ করার আগের পুকুরের তলা ও পাড় ভালোভাবে মেরামত করেই তারপর পুকুরে মাছ চাষ করতে হবে।

৪। পুকুরে রাক্ষুসে মাছ থাকলে সেগুলোকে জাল কিংবা বিষ প্রয়োগ করে নিধন করতে হবে।

৫। মাছ চাষ করার পুকুরে প্রয়োজন অনুসারে চুন, সার ও অন্যান্য উপাদান সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/৩০নভেম্বর২০২০