মাছ চাষ করে অধিক লাভবান হবার কিছু গোপন কৌশল

429

অনেক প্রাচীন একটি পেশা হল মাছ চাষ। প্রাচীন পেশা হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যাবহারে অনেকেই লাভবান হচ্ছেন এই মাছ চাষ করে। মাছ চাষে অধিক লাভবান হওয়ার জন্য যা করতে হবে সে বিষয়ে আমাদের দেশের বেশিরভাগ মাছ চাষিরাই জানেন না। মাছ চাষ আমাদের দেশে দিন দিন জনপ্রিয় পেশা হিসেবে পরিচিতি লাভ করছে। তবে মাছ চাষ করে অনেকেই লোকসান করে থাকেন। আজকের লেখায় আমরা জেনে নিব মাছ চাষে অধিক লাভবান হওয়ার জন্য যা করতে হবে সে সম্পর্কে-

মাছ চাষে অধিক লাভবান হওয়ার জন্য যা করতে হবেঃ

পুকুরে মাছ চাষ করে অধিক লাভবান হওয়ার জন্য বেশ কিছু কাজ করতে হয়। নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-

১। পুকুরের পানিতে সরাসরি রোদ পড়ার ব্যবস্থা করতে হবে। যাতে পুকুরের পানি গরম হয় এবং প্রাকৃতিক খাদ্য তৈরি হয়।

২। পুকুরের পানির অক্সিজেন বৃদ্ধির জন্য বাঁশ দিয়ে অথবা সাঁতারকেটে অথবা পানি নাড়াচাড়া করতে হবে। একর প্রতি ৫ থেকে ১০ কেজি টিএসপি দিলেও হবে।

৩। পানিতে অ্যামোনিয়া গ্যাস হলে চুন প্রয়োগ করতে হবে।

৪। পুকুরের পানিতে শেওলা, আবর্জনা, কচুরিপানা, আগাছাসহ সব ক্ষতিকর জলজ উদ্ভিদ পরিষ্কার করতে হবে।

৫। পানি ঘোলা হলে ১ মিটার গভীরতায় ১ শতক পুকুরে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে।

৬। পুকুরে মাছ চাষে ১৫ দিন পর পর জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

৭। পুকুরের পানি বেশি দূষিত হলে পানি পরিবর্তন করতে হবে।

৮। মাছ চাষের পুকুরে নিয়মিতভাবে সুষম খাদ্য সরবরাহ করতে হবে।

৯। এছাড়াও পুকুরের পানি কমে গেলে দ্রুত সেচের মাধ্যমে পানি সরবরাহ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৪সেপ্টেম্বর২০