মাটি শোধন করবেন যেভাবে

317

মাটি শোধন।
যদিও মাটি শোধন করা একটি দুরূহ কাজ ,তবে এটি করতে পারলে ভাল ফলদায়ক।

পদ্ধতি ১:
ষ্টেবল ব্লিচিং পাউডার ২০-২৫ কেজি/হেক্টরে বীজ রোপনের ১৫ দিন আগে জমিতে প্রয়োগ করলে মাটি শোধন হয়।

পদ্ধতি ২:
সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করা যায় । বীজতলার মাটি কাদাময় করে তার ওপর স্বচ্ছ ১০ মিমি পলিথিন দিয়ে ৪ সপ্তাহ ঢেকে রাখতে হবে । এতে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে ৫০ ডিগ্রী সে. পর্যন্ত পৌছায় । ফলে মাটিসহ রোগজীবাণু, কৃমি, ছত্রাক সহজেই মারা যায় । তবে পলিথিনে যেন কোন ফুটো না থাকে ,নতুবা মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবেনা। বছরে দুবার এটি করা যায়। একবার সেপ্টেম্বর-অক্টোবর এবং আরেকবার এপ্রিল-মে মাসে। তবে, এপ্রিল-মে মাসে অধিক কার্যকরী ।

পদ্ধতি ৩:
মাটির ওপর খড় কাঠের গুড়া ৩-৪ ইঞ্চি পুরু করে ছিটিয়ে তারপর পুড়িয়ে মাটি শোধন করা যায়।
দমনযোগ্য রোগ: ব্যাকটেরিয়া ও ছত্রাক জনিত ঢলে পড়া রোগ, গোড়া পঁচা, উফরা ইত্যাদি ।

ফার্মসএন্ডফার্মার/১৭অক্টোবর২০