মাদারীপুরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প’র রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত

301

[su_slider source=”media: 4564,4565,4566,4567″ title=”no” pages=”no”] [/su_slider]

মাদারীপুর থেকে বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্প আয়োজিত দিনব্যাপি এক রিভিউ ওয়ার্কশপ গত ৭ মে মাদারীপুরের খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ প্রকল্পটি এখানকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে। শস্য উৎপাদনের বিভিন্ন সমস্যা, এর সমাধান এবং সম্ভাবনাময় এসব বিষয়গুলো চাষিদের কাছ থেকে উপজেলায়, এরপর জেলা হয়ে প্রকল্পের নীতিনির্ধারকের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা হলে এর লক্ষ-উদ্দেশ্য আরো ফলপ্রসূ হবে। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পূর্বশর্ত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। যেহেতু এলজিইডি এ প্রকল্পে রাস্তা-ঘাট নির্মাণে কাজ করছে। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তারা চাষির উৎপাদিত ফসল দ্রুত সময়ের মধ্যে বাজারজাতকরণে ভূমিকা রাখবে। সেইসাথে কৃষক পাবে পণ্যের উচ্চমূল্য। প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আলমগীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের কনসালটেন্ট ড. আ. মালেক তালুকদার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, গোপালগঞ্জস্থ জেলা বীজ প্রত্যয়ন অফিসার রমেশ চন্দ্র ব্রহ্ম। কর্মশালায় প্রকল্পের চলতি বছরের উপজেলাওয়ারি কার্যক্রম এবং আগামী অর্থবছরের কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এলজিইডি, বারি, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সি এবং কৃষক প্রতিনিধিসহ ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।