মাশরুম কেন খাবেন?

1716

mushroom

পুষ্টিগুণের কারণে বিজ্ঞানীরা মাশরুমকে অধিকাংশ মরণ ব্যাধির প্রতিরোধক ও নিরাময়ক হিসেবে মনে করেন। মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস, হৃদরোগ, কোলেস্টেরল, উচ্চরক্তচাপ, জন্ডিস, হেপাটাইটিস, আমাশয়, ডেঙ্গুজ্বর, এলাজি, পেটের পীরা, কিডনী রোগ, ক্যান্সার, টিউমার, এইডস, দাঁত ও হাড়ের গঠন, রক্ত শূন্যতা, চুল পাকা ও চুল পড়া বন্ধ করে, মেদ কমাতে ও যৌন অক্ষমতায় স্থায়ী সমাধানের জন্য কার্যকারী।