মুরগির খাবার ছিটানোর কারণ ও প্রতিকার আমরা অনেকেই জানি না। মুরগি পালনে লাভবান হওয়ার জন্য রোগ প্রতিরোধ ও খাদ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুরগি পালনে অনেক সময় জটিল সব সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যার মধ্যে অন্যতম হল মুরগির খাবার ছিটানো। আসুন জেনে নেই মুরগির খাবার ছিটানোর কারণ ও প্রতিকার সম্পর্কে-
মুরগির খাবার ছিটানোর কারণ ও প্রতিকারঃ
যেসব কারণে মুরগি খাবার ছিটাতে পারে সেই কারণগুলো নিচে আলোচনা করা হল-
খাবার ছিটানোর কারণঃ
১। খাবারের পাত্র সঠিক উচ্চতায় স্থাপন না করলে খাবার ছিটাতে পারে।
২। প্রয়োজনের তুলনায় কম সংখ্যক খাবার ও পানির পাত্র দিলে।
৩। হটাৎ খাদ্য পরিবর্তন করলে। অর্থাৎ হটাৎ প্রিস্টার্টার খাদ্য থেকে স্টার্টার খাদ্য বা স্টার্টার খাদ্য থেকে গ্রোয়ার খাদ্য দিলে হতে পারে।
৪। খাবারের পাত্র পূর্ন করে খাবার দিলে খাবার ছিটায়।
৫। খামারে জায়গার তুলনায় বেশী মুরগী পালন করলে।
৬। শেডে আলোর তীব্রতা বৃদ্ধি পেলেও খাবার ছিটায়।
৭। বাচ্চা মুরগিকে পিলেট খাবার দিলে খাবার ছিটাতে পারে।
৮। অত্যাধিক গরম আবহাওয়ার সময়ও খাবার ছিটাতে পারে।
৯। মুরগির শরীরে ভিটামিন ও মিনারেলের অভাব দেখা দিলে।
১০। পিলেটের সাইজ বড় হলে।
মুরগির খাদ্য ছিটানোর প্রতিকারঃ
১। মুরগির জন্য প্রয়োজনীয় খাদ্য ও পানির পাত্রের ব্যবস্থা রখতে হবে। প্রয়োজনে খাদ্যের পাত্র মুরগীর পিঠের সোজাসুজি ও পানির পাত্র মুরগীর চোখের সোজাসুজি ঝুলিয়ে দিতে হবে।
২। মুরগির থাকার জন্য প্রয়োজনীয় জায়গা রাখতে হবে।
৩। গরমের সময় ফ্যানের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সিলিং ফ্যানের ব্যাবহার না করে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে হবে।
৪। হঠাৎ করেই মুরগির খাদ্য পরিবর্তন করা যাবে না। খাবার পরিবর্তন করতে চাইলে আসতে আসতে খাবার পরিবর্তন করতে হবে।
৫। মুরগির খাদ্য রোদে বেশি সময় ধরে রাখা যাবে না। এতে করে মুরগির খাবার শক্ত হতে পারে, যার ফলে মুরগি খাবার ছিটাতে পারে।
৬। মুরগির থাকার স্থানে আলোর তীব্রতা বেশী হলে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে হবে।
৭। সঠিক কারণ ও প্রতিকার খুঁজে না পেলে ভাল কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সতর্কতাঃ
মুরগির খাবার ছিটানোর সমস্যায় অনেকেই লবনের ব্যবহার করে থাকেন। অতিরিক্ত মাত্রায় লবন ব্যবহারের ফলে মুরগির শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই মুরগির খাবার ছিটানোর সমস্যা দেখা দিলে সঠিক কারণ নির্ণয় করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ফার্মসএন্ডফার্মার/০৯জুন ২০২২