মুরগির ডিম কমার ধরণ এবং কারণ

68

মুরগির ডিম কমার ধরণ এবং কোন অঞ্চলে কোন রোগ হয়
মুরগির ডিম কমার ধরণ এবং কারণ:

ক. হঠাৎ কমে কারণ

১.ই ডি এস
২.রানিক্ষেত
৩.এভিয়ান ইনফ্লুয়েঞ্জা( এইচ পি এ আই )
৪.ব্রংকাইটিস
৫.ফাউল কলেরা
৬.পক্স
৭.এভিয়ান এনসেফালোমাইলাইটিস

খ.ধীরে ধীরে কমে কারণ

১.মাইকোটক্সিন টক্সিন বিশেষ করে আফ্লাটক্সিকোসিস
২.ব্যবস্থাপনা(খাবার এবং আলো ও পানি সঠিকভাবে না দিলে)
৩.উকুন বা কৃমি
৪.এভিয়ান লিউকোসিস
৫. কক্সিকোসিস
৬.এডেনো ভাইরাস

মুরগির কোন রোগ কোন অঞ্চলে হয়:

ক.পৃথিবীব্যাপি যে রোগ হয়

১.মেরেক্সস

২.গাম্বোরো

৩.রানীক্ষেত

৪.ব্রংকাইটিস

৫.এভিয়ান এনসেফাlলোমাইলাইটিস

খ.লোকাল যে রোগ হয়

১.মাইকোপ্লাজমোসিস

২.পক্স

৩.কলেরা

৪.করাইজা

৫.সালমোনেলোসিস

৬.আই এল টি(ল্যারিংগোটাকিয়াটিস)

৭.ই ডি এস (এগ ড্রপ সিনডম)

৮।এ আই