নাট’কের দৃশ্যে মুরগির পা বেঁধে ঝুলিয়ে পরিবহনের অ’ভিযোগে নির্মাতা জাকারিয়া সৌখিন ও প্রযোজক এস কে সাহেদ আলীকে আইনি নোটিশ পাঠিয়েছে প ফাউন্ডেশন।
নাট’কে মুরগির পা বেঁধে ঝুলিয়ে পরিবহনের অ’ভিযোগে নির্মাতা ও প্রযোজককে আইনি নোটিশ
‘চ’মন বাহার’ নামে মুক্তি প্রতীক্ষিত এই নাট’কটি প্রকাশ পাচ্ছে ঈদ আয়োজনে। তবে তার আগেই নাট’কটির একটি পোস্টার প্রকাশ হয়। যেখানে দেখা যায়, বাইকে বসে আছেন অ’ভিনেতা জোভান। এক হাতে ঝুলিয়ে রেখেছেন তিনটি মুরগি। নাট’কটির টিজারের একটি দৃশ্যে দেখা মিলেছে বাইকের হ্যান্ডেলে মুরগির পা বেঁধে ঝুলিয়ে রেখেছেন একই অ’ভিনেতা।
মূলত এই দুটি দৃশ্য চোখে পড়ে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন তথা প-এর। সেই মোতাবেক ২৮ এপ্রিল প্রতিষ্ঠানটির আইন শাখার আইনজীবী জাকির হোসাইন একটি নোটিশ ডাকযোগে প্রেরণ করেন নির্মাতা ও প্রযোজকের ঠিকানায়। নোটিশে বলা হয়, মুরগির পা বেঁধে ঝুলিয়ে রাখা শা’স্তিযোগ্য অ’প’রা’ধ। যে অ’প’রা’ধের কারণে ৬ মাসের জে’ল অথবা ১০ হাজার টাকা জ’রিমানার বিধান রয়েছে দেশের আইনে।
বিষয়টি প্রসঙ্গে প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, ‘‘অনেকেই জানেন প্রা’ণীদের জীবনমান উন্নয়ন ও তাদের সুরক্ষার জন্য আম’রা নিরন্তর কাজ করে চলেছি। আম’রা সম্প্রতি লক্ষ করেছি ‘চ’মন বাহার’ নামের নাট’কটিতে মুরগির পা বেঁধে ঝুলিয়ে পরিবহন করা হয়েছে। এবং সেটি প্রচারণাও করা হচ্ছে। যেটা কোনোভাবেই প্রা’ণবিক মনে হয়নি। হতে পারে, পরিচালক-প্রযোজকরা বিষয়টিকে অ’তোটা সিরিয়াসলি করেননি। হতে পারে তারা প্রা’ণিকল্যাণ আইন-২০১৯ স’ম্প’র্কে অবগত নন। সেটা তাদের জবাবে নিশ্চয়ই বলবেন। আম’রা ১৫ দিনের সময় দিয়েছি উত্তরের জন্য। আম’রা চাই, পোস্টার এবং নাট’কের ভেতরে এমন দৃশ্য আরও থাকলে সেগুলো যেন ফেলে দেওয়া হয়। তা না হলে আইন তো আছেই।’’
প্রা’ণিকল্যাণ আইন-২০১৯ থেকে জানা যায়, কোনও প্রা’ণীকে পা বেঁধে উল্টো করে বহন করা বা আ’ট’কে রাখা বা ক’ষ্ট দেওয়া শা’স্তিযোগ্য অ’প’রা’ধ।
এমিল বলেন, ‘নাট’কের অ’ভিনেতা-অ’ভিনেত্রীরা তারকা হিসেবে সাধারণ মানুষকে নৈতিক বা অ’নৈ’তিক উভ’য় পক্ষেই প্রভাবিত করতে পারেন। সেদিক থেকে নাট’ক বা চলচ্চিত্রের মাধ্যমে জাতিকে ভুল তথ্য দেয়া, অ’নৈ’তিক চর্চার প্রসার ঘটানো, আইনের ব্যত্যয় ঘটানো ইত্যাদি গ্রহণযোগ্য হতে পারে না। কারণ, মিডিয়া ব্যক্তিত্ব ও শিল্পকলার একটি বড় দায় রয়েছে জাতির বিবেক ও আইন সচেতনতা তৈরি করা।’
পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (প) দেশের প্রা’ণিকল্যাণের উন্নতির স্বার্থে নানাবিধ কার্যক্রমে জ’ড়ি’ত।
এদিকে ‘চ’মন বাহার’ নাট’কের পরিচালকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ বিষয়ে। তবে প্রযোজক জানালেন, এখনও আইনি নোটিশ হাতে পাননি তিনি। পেলে দ্রুত সময়ের মধ্যে সেটির জবাব দেবেন। বললেন, ‘আম’রা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
‘চ’মন বাহার’-এ জোভানের বিপরীতে অ’ভিনয় করেছেন কেয়া পায়েল। সদ্য বিবাহিত দম্পতির নতুন জীবনের মিষ্টি গল্পে সাজানো হয়েছে নাট’কটি। যা মুক্তি পাচ্ছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
ফার্মসএন্ডফার্মার/৩০এপ্রিল ২০২২