মুরগির পেটে পানি জমার কারণ
জেনেটিক বা বংশগত কারণ
ব্রয়লার মুরগির আকারের তুলনায় ফুসফুস অনেকটাই ছোট। এই ছোট ফুসফুস এত বড় শরীলে যখন পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারেনা, তখনই পেটে পানি জমে। ফার্মে পর্যাপ্ত বাতাস বা অক্সিজেনের অভাব হলেও এ ধরনের রোগ হয়। মুরগির খাবারে প্রোটিন এবং এনার্জির পরিমাণ প্রয়োজনের থেকে বেশি থাকলে, খাবারে মাইকো টক্সিন থাকলে,
আমাদের দেশের খামারীরা শীত কালে মুরগির ঘর বেশির ভাগ সময় পলিথিন বা কাপড় দিয়ে ঢেকে রাখে। ফলে ঘরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারেনা এবং ঘরে অ্যামোনিয়া গ্যাস জমা হয়। এতে মুরগির ফুসফুস ও হৃৎপিন্ড নষ্ট হয়ে মারা যায়।
প্রতিরোধ
ফার্মে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চত করা
শীতকালে রাতে ঘরের পর্দা সম্পূর্ণ না দিয়ে উপরের দিকে এক হাত খুলে রাখতে হবে যাতে রাতের বেলায় উপর দিয়ে কিছু বাতাস চলাচল করতে হবে। আর দিনের বেলায় নিচ থেকে হাটু পর্যন্ত পর্দা দিয়ে ঢেকে রেখে বাকি অংশ খুলে রাখতে হবে।
আরও পড়ুন- ব্রয়লার মুরগির বয়স অনুযায়ী যেসব রোগের টিকা দিবেন
মুরগিতে অ্যাসাইটিস দেখা দিলে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে। শক্ত পিলেট খাবারের পরিবর্তে নরম পাউডার খাবার দেয়া যেতে পারে খাবারে প্রোটিন ও এনার্জির পরিমাণ কমিয়ে দিতে হবে।
Omega 3 fatty acid দেয়া যেতে পারে। টক্সিন বাইন্ডার , সেলেনিয়াম ও ভিটামিন ই দেয়া যেতে পারে।
ডা. এম.আই. আল-মারুফ, পোল্ট্রি পরামর্শক,
পোল্ট্রি কেয়ার BD
আরও পড়ুন- নতুন বছরে দাম বাড়বে মুরগি ডিমের
ফার্মসএন্ডফার্মার/ ১২ ডিসেম্বর, ২০২২