মুরগির ফার্মে জীবাণু কতদিন বেঁচে থাকে?

465

জীবাণু একেক লোকেশন/বস্তুতে একেক সময় থাকে যেমন মুরগিতে এক রকম, লিটারেঅন্যরকম,মাটিতে, পানিতে, বাতাসে, পালকে, ডিমে, ডিমের খোসায় বিভিন্ন রকম।

মুরগি বিক্রির পর ফার্মে জীবাণূ কতদিন বেঁচে থাকে তা নিন্মে দেয়া হল

১.গাম্বোরু ফার্মে কয়েক মাস থাকে

ক্যারিয়ার হিসাবে কাজ করে না কিন্তু আক্রান্ত সপ্তাহ খানেক ভাইরাস ছড়ায়।

২।কক্সিডিওসিস।

কয়েক মাস থাকে কিন্তু ওসিস্ট লিটারে ১বছর থাকতে পারে।

আক্রান্ত মুরগি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ জীবাণু ছড়ায়।বড় মুরগি আক্রান্ত হলে মারা যায় না কিন্তু আজীবন জীবাণু বহন করে।

৩।মেরেক্সস কয়েক মাস থেকে বছর

ধুলায় থাকে কয়েক সপ্তাহ,বিস্টা এবং লিটারে কয়েক মাস থাকে।আক্রান্ত্র মুরগি আজীবন ক্যারিয়ার হিসাবে কাজ করে।

৪।এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ফার্মে প্রায় ৩ মাস এর মত থাকে।

হাস,রাজ হাস ও শুকর রিজর্ভর /ক্যারিয়ার হিসাবে কাজ করে।

সুস্থ হবার পর পাখি ১০দিন ভাইরাস ছড়ায়।(বিস্টা ও মুখ দিয়ে)

৫।কলেরা ফার্মে কয়েক সপ্তাহ থাকে।

বিস্টায় ১মাস থাকে।মৃত মুরগিতে ৩মাস,সুস্থ মুরগি ক্যারিয়ার হিসাবে কাজ করে।মাটিতে ২-৩ মাস

৬।সালমোনেলা(পুলোরাম) ৩০ সপ্তাহ থাকে।

কবুতর ক্যারিয়ার হিসাবে কাজ করে।

টাইফয়েড দেশী মুরগি ক্যারিয়ার হিসাবে কাজ করে।

পালকে ১-৪ বছর থাকে

খোসায় ৩-১৪মাস

মাটিতে ২৮০দিন

ফিশ্মিল ১মাস থেকে ২ছর

লিটারে ২১-১৪৪দিন

বিস্টায় ১০-৪০দিন

ডিমের পাউডার ১৩ বছর

৭।রানিক্ষেত। কয়েকদিন থেকে কয়েক মাস

আক্রান্ত ফার্মে ২৫ডিগ্রি তাপমাত্রায় ১০০-২০০দিন

৩৭ডিগ্রিতে ৬দিন

৪৫ডিগ্রিতে ১-৩দিন

ভি ভি এন ডি তাপেরেজিস্ট্যান্ট

বিস্টায় ও ধুলায় ১বছর।মৃ মুরগির বোন ম্যারোতে কয়েক সপ্তাহ

মাছি ১-২মাস

সুস্থ মুরগি ক্যারয়ার হিসাবে কাজ করে না।

৮।ডাক প্লেগ। কয়েকদিন

৯।করাইজা কয়েক ঘন্টা থেকে দিন

সুস্থ হবার পর বাহক হিসাবে কাজ করে।

১০.মাইকোপ্লাজমা কয়েক ঘন্টা থেকে দিন

জৈব পদার্থে ১৮ মাস বাচে।

বিস্টায় ২০ডিগ্রি তাপে ৩দিন বাচে

ডিমের কুসুমে ৬মাস

১১। ই-কলাই।

নরমালী ক্ষুদ্রান্ত্রে থাকে।

১২। আই বি

কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস থাকে।

সুস্থ হবার পর ১ মাস জীবাণু ছড়ায়।

১৩।ই ডি এস

হাস ক্যারিয়ার হিসাবে কাজ করে।ঢ়

১৪।নিউমোনিয়া।

ফাংগাসে স্পোর রেজিস্ট্যান্ট

১৫।আই এল টি

একবার আক্রান্ত্র হলে সহজে দূর করা যায় না।আক্রান্ত মুরগি ২ বছর ক্যারিয়ার হিসাবে কাজ করে।

আক্রান্ত মুরগি ১১দিন পর্যন্ত ভাইরাস ছড়ায়।

১৬।স্ট্যাফাইলোকক্কাস

স্কিনে নরমালী থাকে।

১৭ ক্লোস্টিডিয়াম

নরমালী সিকামে এবং রেক্টামে থাকে।

১৮।রিও

রেজিস্ট্যান্ট,আক্রান্ত হবার পর ৪০ সপ্তাহ বডিতে থাকে ব্রিডারে।

১৯।এভিয়ান এনসেফালোমাইটিস

আক্রান্ত হবার পর কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ ভাইরাস ছড়ায়।

১৯ ।পক্স

কয়েক মাস ফার্মে থাকে এমন কি আজীবন থাকতে পারে।

মুরগিতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস থাকে।

ফার্মসএন্ডফার্মার/০৩সেপ্টেম্বর২০