মুরগির বিভিন্ন ব্রীডের বৈশিষ্ট্য

393

বিভিন্ন ব্রীডের বৈশিষ্ট্য

বোভান্সঃতাপ সহ্য করতে পারেনা।কন্টোল সেডে ভাল।

গরমে মরটালিটি বেড়ে যায়।কিন্তু কগোশা খুব শক্ত।

লোহম্যানঃতাপ সহ্য করতে পারে না।

চিকেন ইনফেকশাস এনিমিয়া(CAV) ও গ্র্যাংগ্রেনাস ডারমাটিটিস(GD) কম হয়।

2600 কিলোক্যালরির কমে ডিম পারে না।তাই ৩০-৪০% ভুট্রা খাবারে দিতে হয়।

ডিমের ওজন ৫৮-৬০গ্রাম।খোশা খুব শক্ত। অন্য ব্রীডের তুলনায় বড় সাইজের ডিম দেয়।

হাইলাইনঃপৃথিবীর সবচেয়ে ইকোনোমিকেল লেয়ার কারণ কম খাবার খায়।এটিও তাপ সহ্য করতে পারেনা।

কন্টোল সেডে খুব ভাল হয়।

কবঃএনিমিয়া ও গ্রেংগ্রেনাস ডারমাটাইটিস বেশি হয়।

ফার্মসএন্ডফার্মার/০৭সেপ্টেম্বর২০