মুরগির ভ্যাকসিন ফেইল করে যেসব কারণে

198

ভ্যাকসিনেশন বা টীকা প্রদান কর্মসূচী ফলপ্রসু না হওয়ার কারনসমূহ

টীকাবীজ সঠিকভাবে সংরক্ষিত না থাকলে *ব্যবহারের সময় মেয়াদ উর্ত্তীন হলে।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্দেশাবলী সঠিকভাবে পালন না করা হলে।

সাত দিন বা তার কম সময়ের মধ্যে অন্য কোন রোগের টীকা প্রদান করলে ।
দুপুর বেলা প্রচন্ড গরমের মধ্যে টীকা প্রদন করা হলে।

টীকা বীজ সরাসরি সূর্যকিরনে থাকলে।

টীকা বীজ তরলকৃত করার পর নির্ধারিত সময়ের পরে ব্যবহার করলে।
ব্যবহৃত পানি পরিশুদ্ধ না হলে।

ভ্যাকসিন গুলানোর জন্য নির্দির্ষ্ট ডাইলুয়েন্ট ব্যবহার না করলে।
টীকা বীজ শরীরের মধ্যে পরিমাণমত প্রবেশ না করলে ।
নির্দিষ্ট ষ্ট্রেইন এর টীকাবীজ ব্যবহার না করলে।

টীকা প্রদানকারী পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত না থাকলে।

টীকা প্রদানের সময় টীকা প্রদানের সরঞ্জাম জীবানুমুক্ত ও পরিশুদ্ধ না থাকলে।
গামবোরো রোগে অথবা মাইকো প−াজামা রোগে আক্রান্ত হলে ।

ফার্মসএন্ডফার্মার/ ৩০অক্টোবর ২০২২