মুরগির মাথা ফোলা রোগের কারন, লক্ষণ ও চিকিৎসাসমূহ

11
দেশি মুরগি

মুরগির মাথা ফোলা রোগ একটি মারাত্মক ছোঁয়াছে রোগ। এটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু । এটি পশু বা পাখি হতে মানুষে এবং মানুষ হতে পশু বা পাখিতে সংক্রমিত হতে পারে। মুরগির মাথা ফোলা রোগের চিকিৎসা করবেন যেভাবে।

দেশী মুরগীর ক্ষেত্রে-লক্ষণঃ
এ রোগে আক্রান্ত মুরগির সংস্পর্শে আসা উচিৎ নয় কোন ভাবেই।এ রোগে মৃত্যুর হার অস্বাভাবিক। মুরগির মাথা ফুলে যাওয়া একটি প্রধান লক্ষণ। মাথা গাঁঢ় নীল রং ধারণ করে, মুরগির চামড়ার নিচে এবং পায়ে রক্ত জমাট বাধে ।

খামারের মুরগির ক্ষেত্রে-লক্ষণঃ

খামারের মুরগির অসুস্থতা দ্রুত বাড়তে থাকবে। কোন চিকিৎসা দিয়ে মুরগি ভাল হবে না। খামারের মোট মুরগির ৫ শতাংশ হারে মুরগি মরতে থাকবে এবং প্রতিদিন মৃত্যুর হার বাড়তে থাকবে ।

মুরগির মাথা ফোলা রোগে করণীয়ঃ

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত কোন মুরগি খালি হাতে ধরা যাবে না। ভুলবশত মুরগি ধরে ফেললে সাথে সাথে সাবান দিয়ে হাত ভাল করে ধুতে হবে। মৃত মুরগি মাটির নিচে পুতে ফেলতে হবে। কোন এলাকায় মুরগির মৃত্যুর হার অস্বাভাবিক মনে হলে সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে।

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত খামারের সকল যন্ত্রপাতি পুড়িয়ে ফেলতে হবে অথবা গ্লুটারএল্ডিহাইড জাতিয় ডিজইনফেকটেন্ট দ্বারা ভাল করে ধুয়ে ফেলতে হবে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিষয়ে দেশের সকল জনগণকে সচেতন হতে হবে ।

মুরগির মাথা ফোলা রোগের চিকিৎসা ই প্রাণিসম্পদ থেকে নেওয়া হয়েছে।