মুরগির হিট স্ট্রেস চলাকালীন যা করবেন

252

মুরগির হিট স্ট্রেস চলাকালীন সময়ে যা করতে হবে সে বিষয়ে আমাদের অনেকেরই তেমন কোন ধারণা নেই। বর্তমান সময়ে মাংস ও ডিমের চাহিদা পূরণ করার জন্য প্রচুর পরিমাণে মুরগির খামার গড়ে উঠেছে। আবার অনেকেই তাদের বাড়িতে মুরগি পালন করে থাকেন। মুরগি পালনে বড় সমস্যা হল মুরগির হিট স্ট্রেস। আজকে আসুন জেনে নেই মুরগির হিট স্ট্রেস চলাকালীন সময়ে যা করতে হবে সেই সম্পর্কে-

মুরগির হিট স্ট্রেস চলার সময় যেসব কাজ করতে হবে সেগুলো নিচে দেওয়া হল-

১। মুরগির হিট স্ট্রেস চলার সময়ে বার বার পানি পরিবর্তন করে দিতে হবে। পানি অত্যধিক গরম হয়ে গেলে প্রয়োজনে পানিতে বরফ দিতে হবে। এতে মুরগির হিট স্ট্রেস কিছুটা কমে যাবে।

২। কোন কারণে মুরগির হিট স্টেস দেখা দিলে মুরগিকে ভিটামিন সি ও স্যালাইন খাওয়ানো যেতে পারে। হিট স্ট্রেসের সময়ে স্যালাইন ও ভিটামিন সি দেওয়া হলে হিট স্ট্রেস কমে যাবে।

৩। মুরগির হিট স্ট্রেস চলার সময়ে ঠাণ্ডা পানির সাথে লেবুর রস ও গুড় মিশিয়ে খাওয়াতে হবে। ঠাণ্ডা পানিতে লেবুর রস ও গুড় মিশিয়ে খাওয়ালে মুরগির হিট স্ট্রেস কমে যাবে।

৪। হিট স্ট্রেস চলার সময়ে মুরগীকে সব ধরণের খাদ্য খাওয়ানো যাবে না। এই সময়ে মুরগির শরীরের তাপমাত্রা যাতে খুব বেশি বেড়ে না যায় সেজন্য নির্দিষ্ট খাদ্যগুলো ছাড়া অন্য খাদ্য প্রদান করা যাবে না।

৫। মুরগির হিট স্ট্রেস চলার সময়ে খামারের চারপাশে যাতে বাতাস চলাচল করতে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাতাস চলাচলের ব্যবস্থা করলে মুরগির হিট স্ট্রেস কমে যাবে।

ফার্মসএন্ডফার্মার/০৮জুন ২০২২