মুরগি পালনের জন্য পরিবেশ

911

hen-house-poultry-farming

৪. মুরগি রাখার ঘর বা সেডটিতে ন্যূনতম সুযোগ সুবিধা রয়েছে ( জাত ও সংখ্যা অনুযায়ী মুরগি রাখার পর্যাপ্ত স্থান এবং আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা ) কি?
ক) মুরগির ঘর প্রস্তুতের সময় বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা ।
খ) খামার প্রস্তুতের সময় আশে পাশের অন্যান্য খামারের উপস্থিতির ( দেশি হাঁস-মুরগিসহ ) বিষয় বিবেচনা করা ।
গ) বাতাস চলাচল ব্যবস্থা পর্যপ্ত আলো মুরগির জাত অনুসারে সঠিক ।
ঘ) মুরগির জাত অনুসারে সঠিক সংখ্যক মুরগি পালন করা হয় (বেশি নয় )।
ঙ) বর্জ্য সরানোর সুব্যবস্থাসহ উপযুক্ত সঠিক স্থান নির্বাচন করা হয়েছে ।

৫. পোল্ট্রি ফার্মে বাফার জোন এবং কর্মী , খাদ্য ও যন্ত্রপাতি রাখার ভিন্ন বা সার্ভিস রুমের ব্যবস্থা রয়েছে কি?
ক) খামারের চারদিকে বাফার এলাকা ন্যূনতম ১০ ফুট (৩ মিটার ) আছে যা সকল সময় পরিষ্কার রাখা ।
খ) প্রতিটি সেড এ পর্যাপ্তসহ একটি সার্ভিস কক্ষের ব্যবস্থা রাখা ।
গ) প্রতি দিন কাজ শুরুর পূর্বে এই কক্ষে প্রয়োজনীয় জিনিসপত্রের মজুর রাখা ।

৬. খামার থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যে দেশি মুরগি বা কবুতরের উপস্থিতি রয়েছে কি?
ক) খামারের ১০০ মিটারের মধ্যে দেশি হাঁস -মুরগি বা কবুতরের বাসা বা বিচরণ না করার ব্যবস্থা ।
খ) খামারে কর্মীদের নিজেদের বাড়িতে থাকার স্থানে দেশি হাঁস-মুরগি বা কবুতর পালন না করা ।

৭. মুরগির খামার থেকে আধা কিলোমিটারের মধ্যে মুরগি প্রক্রিয়াজাতকরণ শিল্প বা মুরগির বাজার বিষয়ক তথ্য ।
ক) মুরগির খামার এর ৫০০ মিটার এর মধ্যে কোন হঁস মুরগি প্রক্রিয়া করা হয় এমন শিল্প স্থাপনা বা জীবিত হাঁস-মুরগি বিক্রি
হয় এমন বাজার বা দোকান না থাকা ।

৮. মুরগির খামার হতে সদর রাস্তার দুরত্ব (কমপক্ষে ৫০০ মিটার দুরত্বে বাঞ্ছনীয় )।
ক) খামারটি হতে সদর রাস্তার দুরত্ব ৫০০ মিটার এর বেশি ।
খ) অন্যান্য রাস্তা যদি থাকে সে সকল বাস্থা দিয়ে অন্যান্য খামার বা স্থানে হাঁস মুরগি সচরাচর পরিবহন করা হয় না ।

চলবে…
লেখক: ড. গিয়াস উদ্দিন

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম