মুরগীর ঘরের তাপমাত্রা ও আদ্রতা নিয়ন্ত্রণ

1196

প্রচণ্ড গরমে ও শুষ্ক আবহাওয়ায় ব্রয়লার মুরগীকে বাঁচিয়ে রাখা খুব কষ্টকর৷ প্রচণ্ড গরমে ও শুষ্ক আবহাওয়ায় ব্রয়লার মুরগী যাতে মারা না যায় সেজন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঘরের ছাদ যদি টিন বা টালির হয় সেক্ষেত্রে ছাদে মোটা চটের থলি বিছিয়ে দিয়ে তার উপর দেড় ঘণ্টা পর পর পিচকারীর সাহায্যে পানি ছিটিয়ে দিতে হবে৷

এছাড়া জালের চারপাশে চটের পর্দা ফেলে একইভাবে দেড় ঘণ্টা পর পর পিচকারীর সাহায্যে পানি ছিটিয়ে দিতে হবে৷ এভাবে পানি ছিটাতে হবে বেলা ১০টা হতে বিকাল ৫ টা পর্যন্ত৷এবং ঐ সময় খাবার বন্ধ রাখতে হবে।

চটের বস্তা কেনার ক্ষমতা না থাকলে তাল বা নারিকেলের সবুজ পাতা কেটে সেগুলো ছাদে বিছিয়ে আগের মত পানি ছিটাতে হবে৷ এতেও ঘরের ছাদ ঠাণ্ডা থাকে৷ যদি ঘরের ছাদ ধানের খড়, হোগলা দিয়ে ছাওয়া থাকে তবে ঐ ছাদে পানি ছিটাবার দরকার নেই৷

গরমের সময় বেলা বারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতি দুই ঘণ্টা পর পর মুরগির শরীরে হাল্কাভাবে পিচকারির সাহায্যে পানি ছিটিয়ে দিতে হবে৷খাবার বন্ধ রাখা সবচেয়ে জরুরী।

জালের চারপাশে চটের পর্দা ফেলে জল ছিটালে ঘরটা ঠাণ্ডা হবে কিন্তু শেড ও জালের মধ্যে ফাঁক না থাকলে বাতাস চলাচলের যথেষ্ট অভাব দেখা দেবে৷ এজন্য চটের বস্তা পানি দিয়ে ভিজিয়ে দেয়ার পর বাইরে পর্দার ৩ ফুট দূরে টেবিল ফ্যানের মাধ্যমে হাওয়া বা বাতাস দিতে হবে৷

ফার্মসএন্ডফার্মার/ ০৭ মে ২০২১