মুরগীর পায়ের আঙ্গুল পিছনের দিকে বেঁকে যাওয়া রোগের কারণ ও চিকিৎসা

1058

রিবোফ্লাভিন ডিফিসিয়েন্সী

শরীরে প্রয়োজনীয় ভিটামিনগুলোকে ২ ভাগে ভাগ করা যায়।
১. ফ্যাটে দ্রবনীয় ভিটামিন
২. পানিতে দ্রবনীয় ভিটামিন

ভিটামিন বি-২ হলো পানিতে দ্রবনীয় ভিটামিন। এগুলো শরীরে সঞ্চিত থাকে না। অপর দিকে মুরগী ভিটামিন বি-২ নিজে নিজে সংশ্লেষন করতে পারে না। ফলে যদি প্লোট্রি রেশনে ভিটামিন বি-২ এর অভাব থাকে তবে এর প্রভাব খুব তাড়াতাড়ি মুরগীর শরীরে পরিলক্ষিত হয়।

রিবোফ্লাভিন ডিফিসিয়েন্সীর কারণ
১. ব্রিডারের রেশনে ভিটামিন বি-২ এর অভাব থাকলে।
২. জ্বীনগত সমস্যা থাকলে।
৩. প্লোট্রি খাদ্যে ভিটামিন বি-২ অভাব থাকলে।

রিবোফ্লাভিনের অভাবজনিত সমস্যা
১. লেয়ার বা সোনালীতে ভিটামিন বি-২ অভাবে সবচেয়ে বেশী যে সমস্যা দেখা যায় সেটি হলো “curled toe paralysis”. এ সমস্যাতে মুরগীর পায়ের আঙ্গুল পিছনের দিকে বেঁকে যায়। ফলে দাঁড়াতে বা হাঁটতে সমস্যা হয়।
২. প্লোট্রি খাদ্যে ভিটামিন বি-২ অভাব থাকলে মুরহীর ওজন বৃদ্ধি ব্যাহত হয়।
৩. ভিটামিন বি-২ অভাবে ডিমের উৎপাদন কমে যায়।
৪. ব্রিডারের রেশনে ভিটামিন বি-২ এর অভাব থাকলে ডিমের হ্যাচাবিলিটির হার কমে যায়। এছাড়া এ্যামব্রায়োনিক মর্টালিটিও বৃদ্ধি পায়।
৫. মুরগীর ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে।
৬. স্নায়ুতন্ত্রের নানা সমস্যা দেখা দেয়।

প্রতিকারঃ
১. ভিটামিন বি-২ এর অভাব জনিত সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব রিবোফ্লাভিন যুক্ত, পানিতে দ্রবনীয় ভিটামিন প্রিমিক্স সরাবরাহ করতে হবে। যদি দ্রুত সরাবরাহ করা যায় তবে সমস্যা থেকে উত্তরন সম্ভব। বেশী দেরী করলে মুরগী পার্মানেন্ট প্যারালাইসিস হয়ে যেতে পারে।
২. খুব বেশী সমস্যায় ইন্ট্রামাসকুলার রিবোফ্লাভিন ইনজেকশন দেয়া যেতে পারে।

সতর্কতাঃ
অতিরিক্ত ভিটামিন বি-২ সরাবরাহ করলে ডায়রিয়া ও টক্সিসিটি দেখা দিতে পারে। তাই এই ধরনের সমস্যায় অবশ্যই ভেটেরিনারীয়ানের সাথে পরামর্শ ব্যবস্থাপত্র নিবেন।

ফার্মসএন্ডফার্মার/০৬ফেব্রুয়ারি২০২১