কোন ডিজিজে গ্রোয়িং পিরিয়ডেই ব্যাপক হারে মর্টালিটি করে।খাবারের সাথে জড়িত রোগ।কোন রোগে ব্রয়লার মারা যায়।কোন ডিজিজে সব চেয়ে বেশি অর্গান আক্রান্ত হয়।মর্টালিটি ও মর্বিডিটি সমান হয় কোন রোগে।মর্টালিটি কেন হয়?।
গ্রোয়িং পিরিয়ডেই ব্যাপক হারে মর্টালিটি করে কিন্তু প্রডাকশনে কম হয় বা হয় না তা নিচে দেয়া হল
ই-কলাই
আই বি
মাইকোপ্লাজমোসিস
কক্সি
নেক্রোটিক এন্টারাইটিস
সালমোনেলা পুলোরাম
কৃমি
নিউমোনিয়া
এভিয়ান এনসেফালোমাইলাইটিস
স্টেফাইলোকক্কোসিস
নেফ্রোজেনিক আই বি
মাইকোটক্সিকোসিস
সি আর ডি
কোন ডিজিজের ক্ষেত্রে ব্রয়লারে বেশি মর্টালিটি হয় লেয়ারে হয় না বা কম হয়।
ই-কলাই
এভিয়ান নিউমোভাইরাস(সোয়ালেন হেড সিন্ডম)
মাইকোপ্লাজমোসিস
আই বি
আমাশয়
মাইকোটক্সিকোসিস
খাবারের সাথে জড়িত রোগঃ
আমাশয় যদি কক্সির রোটেশন বা শাটল প্রোগ্রাম ফলো না করে। তাছাড়া যদি ভাল ও দামের প্রোডাক্টস ব্যব হার না করে।
সাব ক্লিনিকেল/ক্লিনিকেল নেক্রোটিক এন্টারাইটিস খাবারে যদি ফিশ মিল বেশি দেয় বা ভাল মানে না দেয়।
মাইকোটক্সিন ঃযদি ভাল মানে ও দামেঢ় টক্সিন বাইন্ডার না দেয় রাইস পালিশ যদি ভেজাল থাকে তাহলে ডায়রিয়া হতে পারে।
খাবারে রুচি কম বা ফিসিসে যদি খাবারে দানা পাওয়া যায় তাহলে বুঝতে হবে এঞ্জাইম /ফাইটেজ এঞ্জামের ঘাটতি থাকে।
ফ্যাটি লিভার ও বাদামী পায়খানাঃ খাবারে এনার্জি বেশি দেয় তাহলে পায়খানা বাদামী হবে,ফ্যাটি লিভার হবে
কালো ফিসিসঃখাবারে যদি প্রোটিন বেশি দেয় তাহলে ফিসিস কালো হয় এবং কিডনি ড্যামেজ হতে পারে।
গ্রোয়িং পিরিয়ডে ওভার ক্যালসিয়ামঃ এতে কিডনি নস্ট হয়ে যায়।ভুট্রার দাম ১৮-২৫টাকা আর পাথরের দাম ১০-১২টাকা তাই অনেকে ভুট্রা পরিমাণ কম দিয়ে পাথর বেশি দিলে এই সমস্যা হবে।
ফ্যাট বা তেলের কোয়ালিটি যদি ভাল না হয় বা বেশি দেয়া হয় বা যদি এন্টি অক্সিডেন্ট না দেয় তাহলে খাবারে কোয়ালিটি খারাপ হবে।
মর্টালিটি আর মর্বিডিটি প্রায় সমান হয় যে রোগে
মেরেক্স
লিউকোসিস
এসাইটিস
গাউট
আই বি এইচ
এইচ ৫ এন ১
মর্বিডিটি বেশি হলে মর্টালিটি কম হয়।
কোন ডিজিজে সব চেয়ে বেশি (৪-৫টি)অর্গান/সিস্টেম আক্রান্ত হয়
মেরেক্স
লিউকোসিস
ই কলাই
নিউমোনিয়া
সালমোনেলোসিস
কলেরা
রানিক্ষেত
এ আই
মর্টালিটি কেন হয়
ভিসেরাল অর্গান ড্যামেজ হবার কারণে মারা যায়।
ফার্মসএন্ডফার্মার/ ২১ এপ্রিল ২০২১