মুরগীর হালকা ঠান্ডা এবং কিছু কথা:-
স্যার মুরগীর হালকা ঠান্ডা নাক ঝাড়ে, কিন্তু মারা যায় না কি করতে পারি? এটা খুব কমন একটা প্রশ্ন এবং কমন একটা সমস্যা।
অনেকই এর জন্য একদিন বয়সের মুরগীকেও কড়া ঠান্ডার ঔষধ দিয়ে দেন। এতে কাজ তো হয়না বরং বাচ্চা দুর্বল হয়ে পড়ে। আজ একটু এটা নিয়ে আমার মতামত বলব।
কারণ:
১। নতুন কাঠের ভূসি সরাসরি লিটার হিসেবে ব্যবহার করা।
২। লিটার অত্যাধিক শুকনা থাকা।
৩। লিটারে ডাস্টের পরিমান বেশী থাকা।
৪। মুরগীর দায়ে সরাসরি বাতাস লাগা।
৫। হ্যাচারি ভ্যাকসিনেশন (স্প্রে)।
৬। অত্যাতিক গরম আবহাওয়া।
৭। শেডে অত্যাধিক এমোনিয়া গ্যাস জমা।
৮। কম জায়গায় বেশী মুরগী পালন।
এর ফলাফল:
১। যদি হ্যাচারি ভ্যাকসিনেশনের কারনে এটা হয়ে থাকে তা হলে এটা কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। সুতরাং বাচ্চা নেয়ার সময় স্প্রে ভ্যাকসিনেশন করা হয়েছে কিনা জেনে নিন।
২। ৬ নং ছাড়া বাকি কারনগুলোর কারনে হয়ে থাকলে এবং কারনগুলো প্রতিকার না করলে সমস্যা দীর্ঘস্থায়ী হবে এবং পরবর্তীতে শ্বাসতন্ত্রের কার্যাবলী ব্যাহত হবে এবং অন্যান্য রোগ সহজেই আক্রমন করবে।
প্রতিরোধ:
এটা প্রতিরোধ করতে হলে কয়েকটিমাত্র বিষয় মাথায় রাখতে হবে, তা হল:-
১। জায়গা বাড়ানোর সময় সরাসরি নতুন লিটারে মুরগী না ছেড়ে নতুন এবং পুরাতন লিটার মিশিয়ে দিন। লিটারে জীবাণুনাশক স্প্রে করুন।
২। মুরগীর গায়ে সরাসরি বাতাস লাগতে দিবেন না।
৩। শেডের ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত রাখুন যেন গ্যাস না জমতে পারে।
৪। জীবাণুমুক্ত পানি সরবরাহ করুন।
প্রতিকার:
১। যদি এরকম হালকা নাক ঝাড়া শুরু হয়ে যায় সবার প্রথমে ব্যবস্থাপনা ঠিক করুন।
২। ডাক্তারের পরামর্শ মত ভালমানের শ্বাসতন্ত্র উত্তেজক ঔষধ প্রয়োগ করুন।
৩। ডাক্তার এন্টিবায়োটিক সাজেস্ট করলে যথাযথ ডোজ মেনে চলুন।
৪। রসুন এবং আদা ব্যবহার করতে পারেন।
৫। পানির পাত্র বাড়িয়ে দিন।
বি.দ্র: যারা এভাবে লেখেন তাদেরকে বলছি একবার এসে এক বেচ ব্রয়লার মুরগী চাষ করে আমাদের দেখিয়ে দিন। যে এভাবে করতে হবে।শুধু কাগজে লিখলেই হবে।এবার করে দেখান।
এটার উত্তর হিসেবে এটাই বলব, আমরা একটা নয় অনেক গুলো খামারে অনেকগুলো ব্যাচ করে আসছি এবং করছি। শুধু কাগজে নয় আপনার খামারেও আমি কাজ করেছি। এবং আপনিই জানেন করে দেখিয়েছি কিনা।
ফার্মসএন্ডফার্মার/ ২৪ মে ২০২১