মেহেরপুরে পেঁপে চাষে মডেল চাষি তাপস

335

2017-12-22_4_216850
মেহেরপুর থেকে : ৭ বিঘা জমিতে উচ্চফলনশীল ও রেড লেডি জাতের পেঁপে চাষে সাড়ে ৩ লাখ টাকার বেচাকেনা করে কৃষি বিভাগকে চমকে দিয়েছেন সংবাদকর্মী রেজ-আন-উল-বাসার তাপস। পেঁপে চাষে তাপসের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া দেখে বেকার যুবকেরা পেঁপে চাষের দিকে ঝুঁকছে।

মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামের রেজ-আন-উল-বাসার তাপস ২০০৭ সালে শ্রম বিকাতে বিদেশ গিয়ে অর্থনেতিকভাবে স্বাবলম্বী হতে পারেননি। ২০১২ সালে দেশে ফিরে এসে এনটিভিতে মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। জেলার তৃণমূলের খবর সংগ্রহ করতে গিয়ে পেঁপে চাষে আগ্রহ জন্মে ২০১৬ সালে নিজের সাত বিঘা জমিতে উচ্চফলনশীল জাত ও রেড লেডি জাতের পেঁপে চাষ করেন। বর্তমানে মেহেরপুরের কৃষিতে তাপস হয়ে উঠেছেন মডেল।

তাপস জানান, গত বছর পেঁপে চাষে তিনি ১ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ করেন। এ পর্যন্ত সাড়ে ৩ লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। ১ বছরের মধ্যে এ অর্থ পান। এতে পেঁপে চাষের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরে তিনি ব্যাপক পরিসরে পেঁপে বাগান করার সিদ্ধান্ত নেন। আগামীবছর ১৫ বিঘা জমিতে পেঁপে চাষের পরিকল্পনা করছেন তিনি।

তাপস আরো জানান, মাকড়সা ও ছত্রাক ছাড়া পেঁপে বাগানে তেমন কোনো সমস্যা দেখা যায় না। প্রাকৃতিক দূর্যোগ না হলে পুষ্টিমান সমৃদ্ধ পেঁপে চাষে ভাগ্য বদলে ফেলা যায়। পেঁপে চাষে অর্থনৈতিকভাবে সরকারি সহযোগিতা পেলে দেশের অনেক বেকার সমস্যা সমাধান করা সম্ভব। আগে জানলে বিদেশ না গিয়ে দেশের মাটিতেই সোনা ফলাতেন। তার এলাকার অনেকেই এখন পেঁপে চাষে আগ্রহী বলেও জানায়। টেলিভিশনের জন্য কৃষিনির্ভর মেহেরপুর জেলায় কৃষিতে সাফল্যর খবর সন্ধান করতে গিয়েই পেঁপে চাষে আগ্রহী হয়ে ওঠার গল্প শোনান তাপস।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কেএম সাহাবুদ্দিন বলেন, উপজেলায় সাংবাদিক তাপস একজন বড় পেঁপে চাষী। আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতি ও পরামর্শ দিয়ে তাকে সার্বিক সহযোগিতা করছি। উপজেলায় পেঁপে চাষে সাফল্যর মডেল তাপস।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন