মোটাতাজা করতে ইউরিয়া মেশানো খাবার খাওয়ালে গরুর দেহে হতে পারে বিষক্রিয়া

1008

“ইউরিয়াজনিত বিষক্রিয়া”

গরু মোটাতাজা করেনে ইউরিয়া মোলাসেস স্ট্র ( UMS ) একটি সুলভে অত্যাবশ্যকীয় গোখাদ্য। কিন্তু এর একটি খারাপ দিক আছে, যা আমাদের জানা দরকার।

ইউরিয়া মেশানো খাবার খাওয়ানোর পর কোন কোন গরুর দেহে বিষক্রিয়া সৃস্টি হতে পারে। বিষক্রিয়া সৃস্টি হলে তার লক্ষন ও প্রতিকার নিয়ে নিন্মে আলোচনা করার চেস্টা করছি।

বিষক্রিয়াজনিত লক্ষন সমুহঃ-

★ গরুর মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝড়বে।
★ গরু ঘন ঘন প্রস্রাব ও পায়খানা করবে।
★ গরুর পেট গ্যাসের কারনে তুলামুল অত্যধিক ফুলে যাবে।
★ গরু শ্বাস প্রশ্বাস নিতে কস্ট হবে।
★ গরুর শরীরের বিভিন্ন অংশের মাংস কাপতে থাকবে।
★ সামনের পা দুটি দ্বারা খোঁড়াতে থাকবে।
★ বিষক্রিয়া বেশি হলে খিচুনি শুরু হবে। ২-৩ ঘন্টার মধ্যে গরু মারা যেতে পারে।

প্রতিকার ও সাবধানতাঃ-

★ গরুকে বসতে বা শুতে দেয়া যাবেনা।
★ পানি বা অন্য যে কোন প্রকার খাবার খেতে দেয়া যাবেনা।
★ গরুর সরিরে প্রচুর পরিমান ঠান্ডা পানি ঢালতে হবে।
★ গরুর পেট বেশি ফুলে গেলে পায়খানার রাস্তায় হাত ঢুকিয়ে যতটুকু সম্ভব গোবর বের করতে হবে।
★ গরুর খিচুনি শুরু হওয়ার আগেই পেটের বাতাস (গ্যাস) বের করতে হবে। এক খন্ড শক্ত ডাল আড়াআড়ি ভাবে গরুর মুখের ভেতরে বেধে দেয়ার ব্যবস্থা করতে হবে, যাতে অতি সহজেই পেটের গ্যাস সহজে দ্রুতো বের হয়ে যেতে পারে। অথবা নিডেল ফুটিয়ে গ্যাস বের করার ব্যবস্থা করতে হবে।
★ গরুকে পাকা তেতুল পানিতে গুলিয়ে খাওয়াতে হবে।
★ ৩ ঘন্টার মধ্যে বিষক্রিয়া না কমলে গরুকে আবার পাকা তেতুল পানিতে গুলিয়ে খাওয়াতে হবে।
★ পশু চিকিৎসকের পরামর্শক্রমে বয়স্ক গরুর মাংসপেশীতে ১০ মিলি ( এট্রোপিল সালফেট ) ইনজেকশন দেয়া যেতে পারে।

বিঃদ্রঃ- নিজে জানুন, অন্যকেও জানতে সহযোগিতা করুন।

ফার্মসএন্ডফার্মার/২১সেপ্টেম্বর২০