মোটা তাজা করণ প্রকল্পে গরুর খাদ্য হিসাবে খড় ইউরিয়া দিয়ে কিভাবে প্রক্রিয়াজাত করবেন

677

মোটা তাজা করণ প্রকল্পে গরুর খাদ্য হিসাবে খড় ইউরিয়া দিয়ে কিভাবে প্রক্রিয়াজাত করবেন

ইউরিয়া -খড় প্রক্রিয়াজাতকরণঃ
উপাদানঃ
১০ কেজি খড়, ১০ কেজি পানি, এবং ৪০০/৫০০ গ্রাম ইউরিয়া।

প্রক্রিয়াঃ
প্রথমে খড় ছোট ছোট করে কেটে একটা পলিথিন বিছিয়ে তার উপর রাখতে হবে।এরপর ইউরিয়া আর পানি ভাল মত মিশিয়ে খড়ের স্তর সাজিয়ে ঐ খড় গুলির উপর ছিটিয়ে ভিজিয়ে দিতে হবে।তারপর ঐ ইউরিউয়ার পানি দ্বারা ভিজানো খড় গুলিকে বায়ুরোধী বড় বাঁশের ডোল (পাত্রবিশেষ) বা ইটের তৈরি হাউজে ৭-১০ দিন আবদ্ধ বায়ুরোধী অবস্থায় রেখে দিতে হবে।

তারপর ঐ খড় বের করে রৌদ্রে শুকিয়ে নিতে হবে যেন ইউরিয়া তীব্র গন্ধ কিছুটা কমে আসে। এই খড় গরু প্রথমে না খেলে কিছুটা চিড়াগুড় মিশিয়ে দেয়া যেতে পারে (২০০-৫০০ গ্রাম) গরুকে প্রথমে দৈনিক ৫ গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ ৫০-৬০ গ্রাম ইউরিয়া খাওয়ানো যায়। ছোট গরুর ক্ষেত্রে ৩০-৪০ গ্রামের বেশী দৈনিক খাওয়ানো উচিত নয়।

লেখাঃ মুক্তি মাহমুদ
ক্যাটেল ফার্মারস অফ বাংলাদেশ।

ফার্মসএন্ডফার্মার/১৭মে২০