মৎস্য-অভয়াশ্রম লিজ না দিতে মৎস্য প্রতিমন্ত্রীর নির্দেশ

330

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, “দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে কোন মৎস্য-অভয়াশ্রমকে লিজ দেয়া হবে না।”

শুক্রবার (১৮ জানুয়ারি) নেত্রকোণা সার্কিট হাউসে জেলা পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী হাঁসচাষ ও এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লিজকৃত জলাশয়ে হাঁসের অবাধ বিচরণসহ অভয়াশ্রমে তাদের চলাচলে লিজমালিকরা যাতে বাধা দিতে না পারে, তা নিশ্চিত করতে জেলা প্রশাকদের প্রতি আহ্বান জানান।

আশরাফ আলী খান খসরু কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতি পরিহার করারও আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, ময়মনসিংহ মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালকরা বক্তৃতা দেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এমএস