মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন ছোট মনির

376

ছোট-মনিরjpg

টাঙ্গাইল থেকে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের(গোপালপুর-ভূঞাপুর)সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার নির্বাচনী এলাকা মানুষজন আনন্দ প্রকাশ করেছে।

এর আগে ওইদিন সন্ধ্যায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গঠিত ১০টি সংসদীয় কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। এ সময় কমিটির সভাপতি পদে সাবেক মন্ত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন