নাজিব মুবিন, বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৭-১৮) ও গবেষণা প্রস্তাবনা (২০১৮-১৯) প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিএফআরআই সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী এ কর্মশালাটির উদ্বোধন করা হয়।
ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ শাখার উপ-পরিচালক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও বি.এফ.আর.আই. এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও হ্যাচারীর মালিকেরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় মাছের উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও প্রান্তিক কৃষকেরা মাছের সঠিকমূল্য লাভসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন