যশোরের মাছের খাদ্য বিক্রেতার জরিমানা

413

মাগুর
জাহিদুল মিল্টন, যশোর থেকে: যশোর মাছবাজারে অভিযান চালিয়ে শনিবার বিপুল পরিমান ফরমালিনযুক্ত মাছ ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে ওই মাছ ধ্বংস করা হয়।

একইদিন ভ্রাম্যমাণ আদালত বড়বাজার গোহাটা এলাকার রামনাথ স্টোর থেকে জব্দকৃত প্রায় একমণ পলিথিন ধ্বংস করে।

মৎস্য সপ্তাহ উপলক্ষে দিনভর চালানো ভ্রাম্যমাণ আদালতের এদিনের অভিযানে শহরের শংকরপুর বটতলার খাঁন পোল্ট্রি এন্ড ফিস ফিড ও মুজিব সড়কের মেসার্স খন্দকার ট্রেডার্সকে লাইসেন্সবিহীন মাছের খাদ্য বেচাকেনার অপরাধে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান জানান, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ি এসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক এসএম আশিকুর রহমান ও যশোর সদর উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব উপস্থিত ছিলেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন