যেভাবে ছাগলের খামারে কাজ করবেন

1468

ছাগলের-খামারে
ছাগলের খামারে কাজের তালিকা আমাদের অনেকেরই জানা নেই। ছাগল পালনে লাভবান হওয়ার ক্ষেত্রে ছাগলের খামারে কাজের তালিকা সম্পর্কে জানা অতীব জরুরী। চলুন জেনে নেই ছাগলের খামারে কাজের তালিকা সম্পর্কে-

ছাগলের খামারে কাজের তালিকাঃ
দৈনিক কাজের তালিকাঃ

সকাল ৭-৯ টাঃ

ছাগলের সার্বিক অবস্থা ও আচরণ পরীক্ষা করতে হবে।
পানির পাত্র/খাবার পাত্র পরিষ্কার করা এবং পাত্রে খাবার ও পানি সরবরাহ করতে হবে।
খাবার দেবার পর কিছুক্ষণ দাঁড়িয়ে আচরণ পরীক্ষা করতে হবে।
ছাগল সকালে বের করার পর ছগলের ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে।
সকাল ১১-১২ টাঃ

খাবার ও পানি সরবরাহ করতে হবে।

বিকাল ৪-৫ টাঃ

খাদ্য ও পানি সরবরাহ করতে হবে।
দরজা বন্ধ করতে হবে।
আচরণ পরীক্ষা করতে হবে।
সাপ্তাহিক কাজঃ

খাদ্য তৈরি করতে হবে।
ঘর জীবাণুনাশক পানি দ্বারা পরিষ্কার করতে হবে।
প্রয়োজনে টিকা প্রদান বা কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৫ফেব্রু২০২০