যেভাবে মুরগির গাউট প্রতিরোধ করবেন

359

গাউট কি?

গাউট হলো একটি মেটাবলিক ডিজিজ বা রোগ। খাবার মেটাবলিজমের পর শরীলে যে ইউরিক এসিড উৎপন্ন হয় তা যদি কিডনি বের করতে না পারে তখন শরীলে অতিরিক্ত ইউরিক এসিড জমা হয়। ফলে কিডনি লিভার হার্ট এর কাজে বিঘ্ন ঘটে ও মুরগি ধীরে ধীরে মারা যায়।

গাউট কেন হয়?

মূলত কিডনির কাজ কমে গেলেই ইউরিক এসিড শরীলে জমা হয় ,যার ফলে গাউট হয় ।

এখন প্রশ্ন হলো কিডনি কেন নষ্ট হয়?

অনেক কারণেই কিডনির ফানশন কমে যেতে পারে

১) পানি শূন্যতা হলে, পানি কম খেলে।
২) পানির হার্ডনেস ১৫০০ জি এম এর বেশি হলে।
৩) খাবারে প্রোটিন ২৭% এর বেশি হলে।
4) খাবারে সোডিয়াম, সালফেট, ডি৩ বেশি হলে।
৫) ব্রুডিং এর সময় তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক না থাকলে।
৬) কিছু রোগের কারণেও কিডনি নষ্ট হয় , যেমন : ব্রংকাইটিস, গাম্বোরো ইত্যাদি।

কিভাবে গাউট প্রতিরোধ করা যায়

১) পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে।
২) ডাবের পানি খাওয়ানো যেতে পারে।
৩) ব্রুডিং এর তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক রাখতে হবে।
৪) সুষম খাবার দিতে হবে। খাবারের প্রোটিন, সোডিয়াম এর মাত্রা ঠিক রাখতে হবে।
৫) বাচ্চা ফার্মে আনার পর ১ম দুই ঘন্টা শুধু পানি দিতে হবে।
৬) ব্রংকাইটিস, গাম্বোরো রোগের টিকা দিতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ১২ ডিসেম্বর, ২০২২